আমার ছেলেবেলা pdf বই ডাউনলোড । মানুষ অসম্ভব স্মৃতিধর। নব্বই বছরের এক জন মানুষও তার ছেলেবেলার কথা মনে করতে পারে। মস্তিষ্কের অযুত নিযুত নিওরোনে বিচিত্র প্রক্রিয়ায় স্মৃতি জমা হয়ে থাকে। কিছুই নষ্ট হয় না। প্রকৃতি নষ্ট হতে দেয় না।
অথচ আশ্চর্য, অতি শৈশবের কোন কথা তার মনে থাকে না। দু’বছর বা তিন বছর বয়েসর কিছুই সে মনে করতে পারে না। মাতৃ গর্ভের কোন স্মৃতি থাকে না, জন্ম মুহূর্তের কোন স্মৃতিও না। জন্ম সময়ের স্মৃতিটি তার থাকা উচিৎ ছিল। এত বড় একটা ঘটনা অথচ এই ঘটনার স্মৃতি প্রকৃতি হয়তো চায় না পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয়ের কথা আমরা মনে করে রাখি।
আমি যখন মন ঠিক করে ফেললাম ছেলেবেলার কথা লিখব তখন খুব চেষ্টা করলাম জন্মমুহূর্তের স্মৃতির কথা মনে করতে এবং তারো পেছনে যেতে, যেমন মাতৃগর্ভ। কেমন ছিল মাতৃগর্ভের সেই অন্ধকার? আমার খুব জানতে ইচ্ছে করল। এলএসডি (Lysergic acid dietlylamide) নামের এক ধরণের ড্রাগ না-কি মাতৃগর্ভ এবং জন্মমুহূর্তের স্মৃতি মনে করিয়ে দেয়। আমেরিকা থাকাকালীন সময়ে এই ড্রাগের খানিকটা জোগাড় করেছিলাম। সাহসের অভাবে খেতে পারি নি।
কারণ এই হেলুসিনেটিং ড্রাগ প্রায়ই মানুষের মানসিক অবস্থায় বড় রকমের ঢেউ তোল।
আসল ব্যাপার হচ্ছে খুব পুরানো কথা আমার কিছুই মনে নেই। তবে জন্মের চার বছরের পর থেকে অনেক কিছুই আমি মনে করতে পারি। সেই সব কথাই লিখব, শুরুটা করছি শোনা কথার উপর নির্ভর করে। শোনা কথার উপর নির্ভর করাও বেশ কঠিন। একই গল্প একেক জন দেখি একেক রকম করে বলেন।
আরও দেখুনঃ হরতন ইশকাপন pdf বই ডাউনলোড মিসির আলির চশমা pdf বই ডাউনলোড
যেমন একজন বললেন, ‘তোমার জন্মের সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল’। অন্য একজন বললেন, ‘কৈ না তো, প্রচন্ড ঠান্ডা ছিল এই এইটা খেয়াল আছে, ঝড় বৃষ্টি তো ছিল না।’
আমি সবার কথা শুনে শুনে একটি ছবি দাঁড় করিয়েছি। এই ছবি খানিকটা এদিক ওদিক হতে পারে তাতে কিছু যায় আসে না। আমি এমন কেউ না যে আমার জন্মমূহূর্তের প্রতিটি ঘটনা হুবহু লিখতে হবে।
নিচে আমার ছেলেবেলা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 8.01 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now