আপেক্ষিকতা pdf বই ডাউনলোড । আজকে আপনারা যাঁরা এই বই পড়ছেন তাঁদের প্রায় সবারই স্কুল জীবনে ইউক্লিডীয় জ্যামিতির সুউচ্চ সৌধের সঙ্গে পরিচয় লাভের সুযোগ ঘটেছে। এবং আজও আপনি, সম্ভবতঃ অনুরাগের সঙ্গে যতটুকু নয় তার চেয়ে বেশি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সুরমা সৌধকে, কর্তব্যপরায়ণ শিক্ষক মহাশয়দের নির্দেশে যারা গগনচুম্বী সোপানে দাঁড়িয়ে কেটে গেছে আপনার জীবনের কত অগণন মুহুর্ত।
আপনার সেই অতীত অভিজ্ঞতার কারণে আপনি নিশ্চিতভাবেই এই শাস্ত্রের নিতান্ত অপ্রচলিত কোন প্রতিজ্ঞারও সত্যতায় সন্দেহ পোষণকারী কাউকে ক্ষমার চোখে দেখবেন না।
কিন্তু এই গর্বিত নিশ্চিয়তার অনুভূতি হয়ত আর আপনার মধ্যে থাকবে না। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে বসে – “আচ্ছা, এই যে বলা হয় প্রতিজ্ঞাগুলি সত্য, এ কথাটার তাৎপর্য কতটুকু?” আসুন এই প্রশ্নটি নিয়ে একটু বেবে দেখি।
আরও দেখুনঃ আল কায়দা থেকে আইএস pdf বই ডাউনলোড সুখ pdf বই ডাউনলোড
জ্যামিতির যাত্রা শুরু ‘তল’, ’বিন্দু’, ‘সরল রেখা’ ইত্যাদি মোটামুটি সুনির্দিষ্ট অর্থবহ কতকগুলি ধারণা থেকে এবং কতকগুলি স্বতঃসিদ্ধ তেকে, যেগুলি উপরোক্ত ধরণাসমূহের কল্যাণে আমাদের কাছে ‘সত্য’ বলে স্বীকৃত হয়ে থাকে। তারপর বাকী প্রতিজ্ঞাগুলি এই সব স্বতসিদ্ধ থেকে সরাসরি প্রমাণিত হয়ে থাকে এমন এক যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে যার যথার্থ্য আমরা স্বীকার না করে পারি না।
কোন প্রতিজ্ঞাকে নির্ভূল বা ‘সত্য’ বলা হবে তখনই যখন এটা স্বতঃসিদ্ধসমূহ তেকে স্বীকৃত পন্থায় উদ্ভূত হয়েছে। জ্যামিতিক প্রতিজ্ঞাসমূহের ‘সত্যতা’র প্রশ্নটি তাহলে স্বতঃসিদ্ধসমূহের সত্যতার প্রশ্নে দাড়ায়। এখন, চিরটাকাল আমরা জেনে এসেছি যে, শেষের প্রশ্নটির কেবল যে কোন জ্যামিতিক নিয়মগ্রাস্থ উত্তর নাই তাই নয়, বস্তুতঃ প্রশ্নটাই একেবারে নিরর্থক।
আমরা এমন প্রশ্ন করতে পারি না যে, একটি সরলরেখা দু’টি বিন্দু দিয়ে যাবে, এ কথাটি সত্য কিনা। আমরা কেবল এই বলতে পারি যে, ইউক্লিডীয় জ্যামিতিতে ‘সরলরেখা’ নামক একটা কিছুর পরিচয় মেলে যার ধর্ম হচ্ছে, এর উপরিস্থিত দুটি বিন্দু র সাহায্যে এর অবস্থান অতি সুষ্ঠুভাবে নির্ণয় করা।
নিচে আপেক্ষিকতা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 3.45 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আলবার্ট আইনস্টাইন অনুবাদঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now