আদিম আতঙ্ক pdf বই ডাউনলোড। চিৎকারটা ভেসে এল অনেক দূর থেকে। ভয়ের চিৎকার। নিঃসীম আতঙ্ক ঠিকরে এল গলা চিরে। কিন্তু ওই একবারই। আর না। একবার চেঁচিয়েই বুঝি দম ফুরিয়ে গেল মেয়েটার। অথবা থেমে গেল কলজে। ম্যাগাজিনের পাতা থেকে চোখ সরে এসেছিল সুমন্তর। সুমন্ত সেন।
হাজত দারোগা। ছোট মাপের অফিসার বয়েসেও ছোট। মাত্র আটাশ বছর। মনটা তাই এখনও গল্পের জগতে ভেসে যেতে ভালবাসে। পড়ছিল একটা গা-ছমছমে গল্প। উদ্ভট। অবৈজ্ঞানিক। হোক। গায়ের লোম তো খাড়া হচ্ছিল।
আরও বই দেখুনঃ
- নীল আতঙ্ক pdf বই ডাউনলোড
- সম্ভাব্যতা pdf বই ডাউনলোড
- রবীন্দ্রনাথ এখানে কখনো আসেন নি pdf বই
- সিংহশাবক pdf বই ডাউনলোড
ঠিক ওই সময়ে সৃষ্টিছাড়া ওই চিৎকার। নৈঃশব্দ্য খানখান করা। খুব অল্পক্ষনের জন্য। ঘাড় কাৎ করে চোখ কুচঁকে রইল সুমন্ত। কিন্তু আর সে চেঁচাচ্ছে না। কন্ঠে বুঝি কুলুপ পড়ে গেল নিমেষে। চেয়ারে নড়ে উঠল সুমন্ত। সঙ্গে সঙ্গে কর্কশ আর্তনাদ করে উঠল চেয়ার। ভাঙা চেয়ারের চিৎকার । খোলা জানলা বিকেলে রোদ এসে পড়েছে কাঠের টেবিলে।
পালিশচটা খুবলে খুবলে যাওয়া সস্তা কাঠের টেবিল। থানার টেবিল এর চাইতে ভাল হয় না। জানলা দিয়ে রাস্তার খানিকটা দেখা যাচ্ছে, এ তল্লাটের সব চাইতে চওড়া রাস্তা এটা। মূল সড়কও বটে। নাম, শিবালয় এভিন্যু। রাস্তা এখন ফাঁকা । দুপাশের গাছগুলোর পাতা নড়ছে হাওয়ার। গোটা শহরে নিবিড় শান্তি ছড়িয়ে রয়েছে। বেখাপ্পা ওই চিৎকারটা। ছন্দপতন ঘটিয়েছিল মুহুর্তের জন্যে।
এই সময়টা এইভাবেই ঝিমিয়ে থাকে টাউন। মার্চ থেকে সেপ্টেম্বর ফাকাঁ যায়। পর্যটনবিলাসীরা তখণ এদিকে আসে না। হাজত আর থানার কাজও কম। বসে বসে হাতে-পায়ে মর্চে ধরে যায়। কাজ শুরু হবে অক্টবর থেকে। দলে দলে পর্যটকরা আসবে পাহাড়ঘেরা নিরালা এই তল্লাটে। অলস চোখে রাস্তার দিকে তাকিয়ে থাকে সুমন্ত। নির্জন পথে গাড়ি নেই, মানুষ নেই, কুকুর পর্যন্ত নেই।
একটা মাত্র হোটেল খুলে রেখেছে বটে- অফ-সিজন বলে সেখানে তেমন লোকও নেই। দুটো মোটেলও খুলে রেখেছে- গাড়ি নেই সেখানেও পুরো টাউন এখন পান্ডব-বর্জিত। তা সত্ত্বেও কে অমন চেঁচাল? জানলা থেকে চোখ সরিয়ে আনে সুমন্ত। চোখ ঘুরছে পত্রিকার পাতায়। এমনা সময়ে আবার সোনা গেল একটা চিৎকার। কি ভয় পেয়েছেন নাকি আবার আপনারা 🙂 ।
নিচে আদিম আতঙ্ক এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | কবিতা |
বইয়ের সাইজঃ | 1.6MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অদ্রীশ বর্ধন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন