আজ দুপুরে তোমার নিমন্ত্রণ pdf বই ডাউনলোড । আচ্ছা শোন, আমার না রোজ বিকেলে গা ম্যাজম্যাজ করে। কী করা যায় বলো তো?
ইমন হতাশ চোখে তাকাল। বিয়ের পর এই সমস্যা হয়েছে। শারমিন অদ্ভূত অদ্ভূত সমস্যা নিয়ে উপস্থিত হচ্ছে। সমস্যার সমাধান তার জানা নেই। শারমিনের সমস্যা নিয়ে হাজির হবার সময়টাও খারাপ। অফিসে যাবার আগে আগে। যখন ইমন শার্ট খুঁজে পাচ্ছে না, বেল্ট খুঁজে পাচ্ছে না। মোজা দু’টার একটা আছে, অন্যটা নেই।
এই, বলো না কী করি?
-সমস্যাটা কি বিয়ের আগে ছিল না বিয়ের পরে শুরু হয়েছে।
আগেও ছিল। এখন বেশি হচ্ছে। MMকে খবর দেব?
-MMটা কে?
মিস মনোয়ারা। সংক্ষেপে MM.
-উনি কি করবেন?
গা ম্যাসাজ করে দেবেন। বাসায় এসে একঘন্টা ম্যাসাজ দেবেন। ঘন্টায় পাঁচশ টাকা।
-গা টেপাটেপি করে পাঁচশ টাকা?
শারমিন বিরক্ত গলায় বলল, এমন বিশ্রীভাবে কথা বলছ কেন? গা টেপাটেপি হবে কেন? MM প্রফেশনাল মহিলা। ব্যাংকক থেকে ট্রেনিং নিয়ে এসেছেন।
-ইমন বলল, গা টেপাটেপিতে PhD করা?
শারমিন বলল, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছ কেন? আশ্চর্য! পাঁচশ টাকা তোমার কাছে বেশি মনে হচ্ছে? রোজ তো আমি ম্যাসাজ করাব না। সপ্তাহে একদিন। মাসে চারবার – দু’হাজার টাকা যাবে। সেই টাকাও তোমাকে দিতে হবে না। আমি দেব।
আরও দেখুনঃ আজ চিত্রার বিয়ে pdf বই ডাউনলোড আজ আমি কোথাও যাবনা pdf বই
ইমন চুপ করে গেলন। বিয়ের সময় শারমিনের বাবা তাকে পাঁচ লাখ টাকা নগদ দিয়েছেন। টাকটা FDR করা। প্রতি তিনমাস পর শারমিন ইন্টারেস্ট তোলে এবং মহানন্দে জিনিসপত্র কেনে। পাথরের কানের দুল, হাড়ের তৈরী সাবানদানি, টাওয়েল, স্যান্ডেল।
শারমিন বলল, কতা বলছ না কেন? খবর দেব? তোমার পকেট থেকে তো টাকা যাচ্ছে না।
-ইমন বলল, পকেট থেকে টাকা যাওয়া-যাওয়ি না। জিনিসটা আমার পছন্দ না। নেংটা হয়ে পড়ে থাকবে, একজন তোমাকে ঘোড়ার মতো তোমাকে দলাই মলাই করবে।
শারমিন বলল, আমার সঙ্গে সাবধানে কথা বলবে। রিকশাওয়ালাদের মতো কথা বলবে না। আমার মেজখালা উনার কাছে প্রতি সপ্তাহে ম্যাসাজ নেন।
নিচে আজ দুপুরে তোমার নিমন্ত্রণ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 5.31 MB প্রকাশ সালঃ 2009 ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now