অপরাহ্ন pdf বই ডাউনলোড । ভোর রাতে মনিরউদ্দিন স্বপ্ন দেখে জেগে উঠল। স্বপ্নটা তার মনে ছিল না কিন্তু তার মায়া মনিরউদ্দিনকে আচ্ছন্ন করে রাখল। স্বপ্নের মধ্যে খুব আনন্দের কিছু দেখল।
তেমন আনন্দময় জীবন তার নয়। আর নয় বলেই হয়ত ভেঅর রাতের স্বপ্ন তাকে অভিভূত করে কাখল। সে উঠে বসল। খুব সাবধানে পাশে শুয়ে থাকা শরিফার গায়ে হাত রাখল। শরিফা ঘুমের ঘোরে চমকে একটু সরে গিয়ে কিশোরীদের রিনরিনে গলায় বলল—না না।
মনিরউদ্দিন হাত সরিয়ে নিল। অন্য সময় এরকম হয় না। গায়ে হাত রাখলেই কাছে টানতে ইচ্ছে করে। আজ করছে না। কেন করছে না?
বৈশাখ মাসের অসহ্য গরম। এক ফোঁটা বাতাশ নেই। ঝিম ধরে আছে চারদিক। ঘরের ভেতর ঘামের গন্ধের মত কটু গন্ধ। ভোররাতের স্বপ্নের সঙ্গে এর কোনটিরই মিল নেই। মিনিরউদ্দিন চৌকি থেকে নামতে গেল। অন্ধকারে কিছুই চোখে পড়ে না।
কোথায়ে যেন একটি চিলুমচি রাখা, পা লেগে সেটি গড়িয়ে চলতে লাগল। চৌকির নিচের হাঁস-মুরগীগুলি এই অস্বাভাবিক দৃশ্যে ভয় পেয়ে কঁক কঁক করতে লাগল।
মনিরউদ্দিন বিরক্ত মুখে বলল–আহ চুপ। কিন্তু তারা চুপ করল না। একটি সাদা মোরগ চৌকির নিচ থেকে বেরিয়ে এসে প্রবল বেগে ডানা ঝাপ্টাতে লাগল।
আরও দেখুনঃ টাইম ম্যানেজমেন্ট pdf বই ডাউনলোড মাইন্ডসেট pdf বই ডাউনলোড
শরিফা জেগে উঠে ভয় পাওয়া গলায় বলল, কি হইছে?
-মনিরউদ্দিন ভারী গলায় বলল, কিছু হয় নাই।
:কই যান?
-যাই না।
মনিরউদ্দিন দরজা খুলে উঠানে এসে দাঁড়াল। মুরগীগুলি এখনো কঁক কঁক করছে। দরজা খোলা দেখে হয়ত জানতে চাচ্ছে ভোর হয়েছে কি না। শরিফা জিভ দিয়ে তালুতে অদ্ভুত একটা শব্দ করতেই ওর থেমে গেল। যেন এতক্ষণ এই পরিচিত শব্দটি শুনবার জন্যেই অপেক্ষা করছিল।
শরিফা আবার শুয়ে পড়ল। এই অসহ্য গরমেও তার গায়ে একটা পাতলঅ কাঁথা। খোরা দরজায় খানিকটা চাঁদের আলো এসেছে। সেই আলোয় শীরফার মুখ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মতেরো বছরের এটি তরুণীর রোগশীর্ণ কোমল মুখ। এই স্নিগ্ধ কোমল মুাখেল সঙ্গে মনিরউদ্দিনের সেই স্বপ্নের মিল ছিল কিন্তু সেই মিল তার চোখে পড়েনি।
নিচে অপরাহ্ন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.06 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now