অনুভূতির অভিধান তাহসান খান pdf বই ডাউনলোড । কত কিছুই তো শিখি। স্কুল কলেজে শিখি অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য আরো কত কী? বাড়িতে শিখি আদব-কায়দা, রীতি-নীতি। শিক্ষকেরা শেখায় কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর বাবা-মা শেখায় কীভাবে হতে হবে মানুষের মতো মানুষ। বন্ধুরা শেখায় দুষ্টুমি আর পাড়ার বখাটে বড় ভাইটা শেখায় কীভাবে ধূম্রজালে ঠোঁট করতে হবে কালো।
এত এত শুভাকাঙ্খীর কেউই কিন্তু সময় নিয়ে শেখায় না কীভাবে সহ্য করতে হয় অপমান অথবা শেখায় না কখন ঈর্ষান্বিত না হয়ে হতে হবে অনুপ্রাণিত। কেউ শেখায় না কেন কৌতুহল শান্তির পাথেয় আবার কেনইবা সাদেনফ্রয়দ এতটা সহজলভ্য। মোদ্দাকথা মনের ভেতর বিরাজমান এত অনুভূতির লাল-পালন কীভাবে করতে হয় তা সবাই কেন যেন শেখাতে খুব উদাসীন।
তাই বেশির ভাগ মানুষই আমরা নেতিবাচক অনুভূতিগুলোকে দমন তো দূরে থাক, পরিমিতিবোধের চোখেই দেখি না। আবার ইতিবাচক অনুভূতিগুলোর চর্চায় খুব একটা ব্যস্তুও থাকি না। ফলে বাড়ন্ত কিংবা পরিণত বয়সের যেকোনো মানুষই অনুভূতির বেড়াজালে নিজেকে ক্ষণেক্ষনে হারিয়ে ফেলি। পরিণতি হয় নানাবিধ মানসিক ব্যাধির আধারে কেউ চলে যায় মাদকের আখড়ায়, কেউ আত্মহত্যার উন্মাদনায় আর কেউবা নিজের অনুভূতি থেকে বাঁচতে চুটে যায় অন্তর্জালের কো এক ট্রলের পাতায়।
আরও দেখুনঃ চুরি pdf বই ডাউনলোড চক্র pdf বই ডাউনলোড
এর থেকে পরিত্রাণ কি আদৌ আছে? আমি তো আর কোনো অনুভূতির ডাক্তার নই যে সঠিক উত্তরটা দিতে পারব্ আমি শুধু পারব আমার অনুভূতির গল্পগুলো বলা শুরু করতে। কারো জন্যে গল্পগুলো হয়তো শুধুই বিনোদনের খোরাক। আবার কারো জন্যে হয়তো তাঁর নিজের অনুভূতির সাথে আরেকটু নমনীয় কথোপকথন।
আমি চাই কথা হোক, গল্প হোক অনুভূতি নিয়ে। চর্চা হোক ইতিবাচক সব অনুভূতির। আর একে অপরের গল্পে আমরা শিখে ফেলি কী করে জয় করতে হয় নেতিবাচক অনুভূতিগুলোকে।
যখন বন্ধুদের সাথে ঘরোয়া পরিবেশে তুমুল আড্ডার মাঝে কোনো গল্প বলি, তখন কি খুব ভেবে বলি? হয়তো না। যা মাথায় আসে বলে ফেলি। রসিকতা, ঠাট্টা, উপহাস আর কিচুটা অতিরঞ্জন সবিই যেন নিজের মস্তিস্কে তৎক্ষণাৎ অনুমোধন পেয়ে যায়। আর শব্দ দিয়ে বন্ধুদের হাসির খোরাক তৈরির কারখানাটা ব্যাপক সার্থক মনে হয়।
নিচে অনুভূতির অভিধান তাহসান খান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অধ্যয়ন প্রকাশনী বইয়ের ধরণঃ জীবনী বইয়ের সাইজঃ 60.7 MB প্রকাশ সালঃ 2021 ইং বইয়ের লেখকঃ তাহসান খান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন