Link Wheel SEO bangla pdf বই ডাউনলোড । Link Wheel হলো অনেকটা চক্রের মতো বা অনেকটা চাকার মতো। Link wheel একটি জনপ্রিয় এবং এর দ্বারা যদিও আপনি আপনার পেজের র্যাংক বৃদ্ধি হবে না, কিন্তু লিংক হুইল দ্বারা প্রচুর সংখ্যক ভিজিটর আনা যায় ওয়েব সাইটে। তাই লিংক হুইল এর জনপ্রিয়তা। আমি বাংলায় অনেক সাইটে লিংক হুহইল নিয়ে খুব কম মানুষই আলোচনা করেছে দেখলাম।
আজকে দেখাবো কিভাবে লিংক হুইল কাজ করে এবং কিভাবে আপনার লিংক হুইল করবেন তা নিয়ে আজকের আয়োজন।
আরেকটি কথা, লিংক হুইল করার জন্য কতটি সাইট লাগে? অনেকে ৫টি সাইট নিয়ে লিংক হুইল করে, কেউ ১০টি, ১৫টি বা তারও বেশি সাইট নিয়ে Link wheel করে থাকে। আমি যেহেতু জাস্ট আপনাদের শেখাব তাই আমি তিনটি সাইটে দেখাচ্ছি। আশাকরি আপনারা বুঝতে পারলে ১০টি কেন, ১০০টি সাইটেও লিংক হুইল করতে পারবেন।
উপরের চিত্রটিতে দেখা যাচ্ছে যে একটি ওয়ার্ডপ্রেস সাইট থেকে একটি লিংক গেছে ফেসবুকে অর্থাৎ আমি যেই সাইট নিয়ে কাজ করবে সেই সাইটে, এবং আরেকটি লিংক গেছে ব্লগস্পটে। ব্লগস্পট থেকে একটি লিংক আসছে ফেসবুকে এবং আরেকটি লিংক গেলে টাম্বলার সাইটে।
আরও দেখুনঃ অথোরিটি এইড সাকসেস ব্লুপ্রিন্ট pdf বই ডাউনলোড তুমিও জিতবে You Can Win pdf বই ডাউনলোড
আবার টাম্বলার থেকে একটি লিংক আসলো ফেসবুকে এবং আরেকটি লিংক গেল ওয়ার্ডপ্রেস সাইটে। এভাবে চক্রাকার একটা হুইল তৈরী করার নামই হলো Link Wheel SEO। আমি এর আগেও উল্লেখ করেছি এটি আপনি ৫টি, ১০টি বা তার বেশি সাইটেও করতে পারেন অথবা ক্লায়েন্ট যেভাবে বলে সেভাবে করতে পারেন।
আর লিংক হুইলগুলো আপনি ওয়েব ২.০ সাইটে করতে পারেন। অথবা সোশাল মিডিয়া সাইটেও করতে পারেন। আপনি যদি গুগল ইমেজে গিয়ে সার্চ দেন লিংক হুইল লিখে, দেখবেন লিংক হুইলের অনেক ছবি। তা দেখে ঘাবড়াবেন না। কারণ আপনি যদি রংক হুইলটা বুঝে তাহলে এর চেয়েও জটিল লিংক হুইল আপনিই তৈরী করতে পারবেন।
আমি যে তিনটি সাইট নিয়ে কাজ করবো, তাদের ঠিকানা যথাক্রমে
1. wordpress.com
2. blogspot.com
3. tumblr.com
প্রথমে হলো ওয়ার্ডপ্রেস ডট কম, দ্বিতীয় সাইটটি হলো ব্লগস্পট ডট কম এবং তৃতীয় সাইটটি হলো টাম্বলার ডট কম।
নিচে Link Wheel SEO bangla pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ MH Soft Ltd. বইয়ের ধরণঃ অনলাইনে ইনকাম বইয়ের সাইজঃ 0.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ MH Soft Ltd.
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now