Khairul’s Basic Math pdf বই ডাউনলোড । এই বইটি বাংলাদেশের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য বেশ সহায়ক একটি বই হিসেবে সাহায্য করছে। বইটি কেন ডাউনলোড করবেন?
- সূত্রবিহীন নিজে নিজে বুঝে দ্রুত অংক করার কৌশল প্রদান।
- অংক সমাধানের পাশাপাশি অংকটি কিভাবে করতে হবে তা বুঝিয়ে দেয়া হয়েছে।
- একই নিয়মের এক জাতীয় অংকগুলো একসাথে সুবিন্যস্থ করা হয়েছে।
- ব্যাখ্যা সহ সাধারণ গণিতের পাশাপাশি িএকই নিয়মের English Math সংযোজন।
- প্রতি অধ্যায় শেষে সমাধানসহ সংশ্লিষ্ট লিখিত প্রশ্ন সংযোজন।
- মানসিক দক্ষতার প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে তা চিত্র সহ বুঝিয়ে দেয়া হয়েছে।
যাদের জন্য KHAIRUL’S BASIC MATH [MATH & MENTAL ABILITY]
- বিসিএস
- বিশ্ববিদ্যালয় ভর্তি
- ব্যাংক
- শিক্ষক নিবন্ধন
- পিএসসি নিয়োগ
- প্রাইমারি শিক্ষক নিয়োগ
আরও দেখুনঃ সহজ ক্যালকুলাস pdf বই ডাউনলোড Class 7 Math Solution guide 2021 pdf বই download
পাটিগণিত নিয়ে কিছু কথাঃ
- এই অংশ থেকেই সবথেকে বেশি প্রশ্ন আসে।
- বইয়ের অংশে বিভিন্নভাগে প্রশ্ন করা যায়।
- এই অংশে অনেক কিচু বোঝারও শেখার আছে।
- লিখিত পরীক্ষার অধিকাংশ অংক এই অংশ থেকেই আসে।
- তাই এই অংশেই সবথেকে বেশি গুরুত্ব দিন।
নিচে Khairul’s Basic Math বই সূচীপত্র দেওয়া হল
অধ্যায় নং |
অধ্যায়ের নাম |
পৃষ্ঠা নম্বার |
01 | সংখ্যা (NUMBER)*** | 01 – 25 |
02 | ঐকিক (UNITARY METHOD) | 26 – 57 |
03 | ল.সা.গু ও গ.সা.গু (L.C.M AND H.C.F)*** | 58 – 73 |
04 | ভগ্নাংশ (FRACTION) | 74 – 93 |
05 | দশমিক সংখ্যা ও ভগ্নাংশ (DECIMAL FRACTION) | 94 – 101 |
06 | বর্গ ও বর্গমূল ( SQUARE ROOT) | 102 – 108 |
07 | ট্রেন (TRAIN) | 109 -121 |
08 | সময়, দুরত্ব ও গতিবেগ (TIME DISTANCE AND SPEED) | 122 -134 |
09 | নৌকা ও স্রোত (BOAT AND STREAM) | 135 146 |
10 | নল-চৌবাচ্চা ও কাজ (PIPES – CISTERN AND WORK) | 147 -162 |
11 | গড় (AVERAGE) | 163 – 182 |
12 | শতকরা (PERCENTAGE)*** | 183 -223 |
13 | লাভ – ক্ষতি (PROFIT AND LOSS)*** | 254 -283 |
14 | সরল ও যৌগিক মুনাফা (SIMPLE & COMPUND INTEREST)*** | 254 -287 |
15 | অনুপাত – সমানুপাত (RATIO-PROPORTION)*** | 288 – 313 |
16 | বয়স (AGES) | 314 – 327 |
SPECIAL PART |
||
দ্রুত ও সহজে অংক করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ | 328 | |
গুরুত্বপূর্ণ মুখস্ত বিষয় (বিভিন্ন সংখ্যঅর বর্গ, ঘন ও দশমিক মান) | 329 | |
গণিতের কাটাকাটি (দ্রুত অংক করার বিভিন্ন কৌশল) | 330 | |
ক্ষেত্রফল ও পরিমাপ | 326 | |
বিভিন্ন উৎসাহমুলক গল্প (বিভিন্ন অধ্যায়ের শেষে) |
এই ছাড়াও বইটিতে বীজগণিতের বিশেষ পার্ট রয়েছে। যা মূল বইয়ে সূচীপত্র রয়েছে কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই।
নিচে Khairul’s Basic Math pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ KHAIRULS PUBLICATION বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 148 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ MD. KHAIRUL ALAM
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন