স্ব-নির্বাচিত গল্প pdf বই ডাউনলোড। পিতা আপনভোলা মহেশ্বর, তার নিজেরই ঠিক নেই, সন্তানকে দেখবে কি? আশুতোষ খেতাবটা কবে কি করে পেয়ে গেছে; ডেকে সারা জন্মটায় সাড়ােই পাওয়া গেল না, তা সে তুষ্ট হবে কবে? বাকি থাকে অসম্ভোষের কথা; হ্যাঁ বুড়োর সে গুণে ঘাট নেই। শিব নাম নিয়ে এমন অশিব তো দেখা যায় না; ভাঙোডু ভাঙ খেয়ে নিজের খেয়ালে থাকবে বুদিঁ হয়ে।
যদি ভাঙতে গেলে তার সেই খেয়ালের নেশা তো ঐ আত্মভোলা ভোলানাথই বিরূপাক্ষ মহাকাল হয়ে উঠবে জেগে ললাট-বহিৃতে তিনটে ভুবন জ্বালিয়ে দিয়ে তখন কে তার আপন, কেই বা পর। না গো, শিবরূপে তোমার ভরসা রাখি না আর, কিন্তু তেমনি আবার তোমার অশিব রূপে আর ভয়ও নেই।
আরও বই দেখুনঃ
- ভূত আছে ভয় নেই pdf বই ডাউনলোড
- ভয় pdf বই ডাউনলোড
- পঞ্চাশটি ভূতের গল্প pdf বই ডাউনলোড
- শ্রাবণ মেঘের দিন pdf বই ডাউনলোড
- ফারাও pdf বই ডাউনলোড
আমি মা পেয়েছি। না। এবার আর রাজরাজেশ্বরী অন্নপূর্ণা নয় যিনি শিক্ষা দেবার জন্যে ত্রিভুবন ঘুরিয়ে নিয়ে এসে আবার অসীম করুনায় তোমায় ঘরে নেবেন তুলে, সোনার হাতায় করবেন অমৃত পরিবেশন। ও মায়ের কর্ম নয়। এবার আমি মা পেয়েছি রণরঙ্গিণী শ্যামা।
সে শৃঙ্খলহীনা, কোনও বাধণেরই ধার ধারে না; সংসার তাকে রাঁধবে কি, সে স্বামীর বুকেই তুলে দিয়েছে দুখানা পা, সে ভৈরবকেই রেখেছে পায়ের তলায় টিপে, ভয় তার ত্রিসীমানায় ঘেঁষবে কি করে? তাই এবার মা করেছি রণচন্ডী শ্যামা। দরকার নেই আর তোমার বরে, ভয় নেই আর তোমার ভ্রূকুটিতে, শিব তুমি শব হয়ে থাকো পায়ের তলাটিতে পড়ে মায়ের আমার।
বলবে শিব তো তবু শান্তও থাকে, কিন্তু মৃত্যু যার কন্ঠহার, প্রলয় যার অঙ্গের ভূষণ সেই সর্বনাশীকে ডেকে ফলটা কি? আছে ফল, সে যে সন্তান চেনে। তাই দিগবসনা প্রলয়স্করী তার চারিদিকে তার সারা অঙ্গেও বিভীষিকা জাগিয়ে, সবার উর্ধ্বে তার দক্ষিণ হস্তের বরাভয় রেখেছে তুলে।
সে আর কার জন্যে? আমি আমার মা চিনেছি, মা পেয়েছি; ও শিব, আর কারই বা খোসামোদ কাকেই বা ভয়? রামজয় গান গেয়ে যায়, ইনিয়ে-বিনিয়ে, আখরের পর আখর লাগিয়ে, ভাবের আবেগে চোখের জন শুকনো গলা দুটো দেয় ভাসিয়ে, শুধু নিজেরই নয়, যারা শুনছে তাদেরও । গল্পো যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে স্ব-নির্বাচিত গল্প pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 13.6 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন