আগামী প্রভাত Pdf বই ডাউনলোড। সুর্যাস্ত হইতেছে। আজ খন্ড খন্ড মেঘ ছিল সমস্ত দিন, অন্তরশ্মি পড়িয়া রঙের বিচিত্র এক সুষমা সৃষ্টি করিয়াছে। অন্য কখনও হয় তো এ দৃশ্য অন্যভাবে দেখিয়াছি, আজ মনে হইতেছে এ সুর্যাস্ত যেন একখানি যুগের অবসান। স্থবির শীতের অন্ত্যেষ্টি সুচনা।
করিয়া এ যেন ফাল্গুনের হোলি খেলা। সন্ধ্যা ঘনাইয়া আসিতেছে, একটা রাত্রির অন্তরাল, তার পরই আসিবে নব প্রভাত। সহ্য করিব এ রাত্রিকে আমি, হয় তো অনুভবই করিব না। আমার মন যে চলিয়াই গিয়াছে পূর্ব দিগন্তে আগামী দিনের প্রভাতকে সম্বর্ধনা করিয়া লইতে। কি আনিবে সে প্রভাত? কোন নবীন পুষ্পদলকে প্রাণ দিয়া জাগাইয়া তুলিবে?
আরও বই দেখুনঃ
- দ্য সিক্রেট অব দ্য টেম্পল pdf বই ডাউনলোড
- শারদীয়া pdf বই ডাউনলোড
- আদর্শ হিন্দু হোটেল pdf বই ডাউনলোড
- গল্প সংগ্রহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- বসন্তে pdf বই ডাউনলোড
সামনে পার্কের রেডিওটা বাজিতেছে। কি বিশ্রী-যেমন কদর্য রেডিও, তেমনি কদর্যভাবে অবহেলা ভরে রাখা, একটা কোথঅ হইতে ধার করা টুলের ওপর। তাও সহ্য হয়; কিন্তু সহ্য হয় না ওর সঙ্গীত্। একটা বাশী গেল -পুরবীতে; এখন একটা গলাবাজি চলিয়াছে গজলে লয়লা-মজনু-ইশক। হে ভগবান, আর কতদিন অসহায়ভাবে এই পূরবীর কাঁদুনি আর প্রেমের ভ্যানভ্যানানি শুনিতে হইবে? ঝুলি ঝাড়িয়া দেখ, নতুন কিছু শোনাও এ-জাতটাকে।
রাস্তা দিয়ে কয়েকখানা মিলিটারি লবি সহরের দিকে চলিয়া গেল; অত্যুগ্র বেগে। পিচের রাস্তার উপর তাহাদের সসৃণ গতি করাতের মত একটা একটানা শব্দের জের চানিয়া চলিয়া গেল, মনে হইল, বাতাসে যে লয়লা-মজনুর প্রেম-সঙ্গীতটা জমিয়া উঠিতেছিল, সেটাকে যেন দ্বিখন্ডিত করিয়া দিয়া গেল।
খুশি হইলাম- এই ছির ওর প্রাপ্য সাজা। বুঝিতেছি মনটা একটু অন্য রকম বেশি তিক্ত হইয়া উঠিয়াছে আজ এই সন্ধ্যায়। সভ্যতা অন্তরের দরদ দিয়া যাহা গড়িয়া তুলিয়াছে তাহার উপর এতটা আক্রোশ শোভা পায় না। এ যেন কতকটা যাহারা সেন্ট পলের উপর ।
বোমা ফেলিয়া যুগ যুগের শিল্পসাধনার নিদর্শন- টাকে নষ্ট করিতে চায় তাহাদের মনোবৃত্তি। স্বীকার করি, এক দিক দিয়া আমার আজিকার মনোভাবের সঙ্গে মিল আছে, তবুও মনে হইতেছে যাহারা এতদিন ধরিয়া শুধু পূরর্বী আর গজলই গাহিয়া আসিয়াছে তাহার । একটু সরিয়া দাড়াক-যাহার।
নিচে আগামী প্রভাত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 8.81 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন