অযাত্রায় জয় যাত্রা pdf বই ডাউনলোড। কাজজে দেখলাম আমেরিকায় নাকি একটা নতুন ধুয়া উঠেছে। এটা উঠেছে কিছু বৈজ্ঞঅনিকদের মধ্যে, যারা এমন কিছুকেই আমল দিতে চান না যা আমরা অতিন্দ্রিয়ের এলাকায় ফেলি-ভুত-প্রেত, পরী-হুরী, দেবদেবী, ভগবানকে তো বিলকুলই নয়। এঁদের বক্তব্য হচ্ছে, বেশ, তোমরা থাকো তো ওসব ধোঁয়াটে ভাব ছেড়ে স্পষ্টভাবে আত্মপ্রকাশ করো বাপু- তার জন্যে পিছ-ঢালা রাস্তাও করে দিয়েছি আমরা, তার নাম হচ্ছে ল্যাবরেটারি।
মনোবিজ্ঞানের দ্বারা অনেক ধোঁয়াটে জিনিসকে স্পষ্ট করে এনে এঁদের এ মনোভাবটা আরও পুষ্ট হয়েছে; হওয়ারই কথা। কিন্তু এখন এঁরা নাকি স্বীকার করতে বাধ্য হচ্ছেন, এমন সব ঘটনা বা কান্ড পৃথিবীতে হচ্ছে বিজ্ঞানের বিশেষ করে মনো-বিজ্ঞানের- চাবি দিয়ে যার আর তাঁরা রহস্যদঘাটন করতে পারছেন না।
আরও বই দেখুনঃ
- সাইকো ৩ সাইকো হাউস pdf বই ডাউনলোড
- যাত্রাপথ pdf বই ডাউনলোড
- তুষার যাত্রা pdf বই ডাউনলোড
- লিটু বৃত্তান্ত pdf বই ডাউনলোড
- প্রথম প্রহর pdf বই ডাউনলোড
যেমন ধরো স্বপ্নে দেখা গেল অমুক জায়গা কি অমুক মানুষের সঙ্গে দেখা করলাম; কিম্বা সম্পূর্ন অপরিচিত কেউ এসে আমায় কিছু একটা বললেন বা কিছু দিলেন। খুঁজে-পেতে দেখা গেল এসবের মনস্তান্ত্বিক কারণ কিছুই ঘটেনি; আর তারপরে বিস্ময়ের ওপর বিস্ময়-ব্যাপারটা প্রায় হুবহু ফলে গেল কয়েক দিন পরে।
আমার মনে হয় কোন বৈজ্ঞানিকই পান্তাবুড়ীর দিদি- শাশুড়ীর মতো এমন নিরাপদভাবে নিজেকে লোহাসিন্দুকে আবদ্ধ করে রাখতে সমর্থ হননি যিনি কম-বেশ করে ঐ জাতীয় অভিজ্ঞতা থেকে একেবারেই মুক্ত আছেন। স্বপ্নের এই জাগ্রত জীবনে প্রতিপালনের সাফাই একমাত্র বোধহয় প্রি-ডেস্টিনেশন থিওরীতে দিতে পারে।
ওটা মেনে নিতে হলে মেনে নিতে হয় অদৃষ্টকে, সেটা মেনে নিতে হলে মেনে নিতে হয় তোমার কর্তামির বাইরে আর একজন-অধিকর্তাকে। ওটা হল দর্শনের এলাকা, দর্শন বিজ্ঞানকে নিমন্ত্রণ করে নিজের দুয়ার অবারিত করেও রেখেছে, কিন্তু বিজ্ঞান পা বাড়াবে ওদিকে?
আরও আছে, অন্ধ সংস্কারের নামে যা চলে আসছে, কে জানে কতদিন থেকে। আমাদের আছে হাচিঁ-টিকটিকি, আরও কত কি ওঁদেরও কত কিই আছে, সব বাদসাদ দিয়ে সদ্য সদ্য যেটা মনে পড়ে গেল তার কথাই ধরা যাক। যদি বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে অযাত্রায় জয় যাত্রা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 10.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন