শারদীয়া pdf বই ডাউনলোড। আশ্বিন মাস শুরু হইয়া গিয়াছে। বৃষ্টি আছে, তবে সেই যে আকাশে ঘিরিয়া পাথরের মত কালো মেঘ-চন্দ্র সুর্যর দেখা নাই। ঝরঝর অবিরাম বারিপাত সে ভাবটা আর নাই। এখন নানা রকমের সালা কালো মেঘের স্তৃপ লঘু হওয়ায় ভরা দিয়া আকাশের চঞ্চলভাবে যাওয়া-আসা করিতেছে, আবার সেখানে ওখানে এক এক পশলা বৃষ্টি, তাহার পিছনেই লাগিয়া রয়েছে।
বেশ বোঝা যায় খুব ঘটা করিয়া কোন একটা খুব বড় কাজ হইবে, তাই পৃথিবীকে জল-আছড়া দিয়া দুইয়া মুছিয়া তৈয়ার করিয়া ফেলিবার জন্য তাড়াহুড়া পড়িয়া গিয়াছে। শারদীয়া পূজার আর দেরি নাই। প্রতিমা প্রায় শেষ হইয়া আসিল। ছেলের দল মূর্তি ঘিরিয়া জটলা করে, কুমারকে রং রাংতা যোগাইয়া দেয়।
আরও বই দেখুনঃ
- আদর্শ হিন্দু হোটেল pdf বই ডাউনলোড
- ভূতের সন্ধানে pdf বই ডাউনলোড
- হাকলবেরি ফিন এর দুঃসাহসিক অভিযান pdf বই
- লঘুপাক pdf বই ডাউনলোড
- জাদুগণিত pdf বই ডাউনলোড
মাঝে মাঝে গল্পও হয়, কুমার কাজে বিরতি দিয়া হুঁকা টানিতে থাকে, আকাশে বাঘ, সিংহ, ময়ুর প্রভৃতি নানা আকারের সঞ্চরমান মেঘে ছেলেদের সুপ্ত কল্পনাকে তোলে জাগাইয়া। বলে, মনে হচ্ছে যেন সব চলল মাকে নিয়ে আসতে, না গো? ঐ দিকেই তো কৈলেসপুরী, না*গা? কুমার বলে, মনে হচ্ছে মানে?।
তোমরা কি ভেবেছ নাকি ওগুনো মেঘ? বেচারাদের দূর থেকে মেঘের মত দেখাচ্ছে বলে ? শরতের মেঘ গুমগুম করিয়া ডাকিয়া উঠে। কুমার বলে, ঐ শোন তাহলে এটাকেও তোমরা মার সিংহীর ডাক বলতে চাইবে না নিশ্চয়? বলবে বাজ পড়ার শব্দ? মার সিংহেরই যে ডাক, তাহাতে আর কাহারও সন্দেহ থাকে না। মা আসিবেন আশায়-কল্পনারয় শিশু-চিত্ত বিকশিত হইয়া ওঠে।
শুধুই কি শিশু-চিত্তই? ফোটার সবে সমস্ত আকাশ-ধরাতল ওঠে মাতিয়া। কমল তুলিয়া ধরে পাতালের অঞ্জলি, শিউলি বিছায় সোনাচাঁদির আবরণ, স্থলপদ্ম আয়ত্তকরবীর গাছে লাগে রাঙার সমারোহ। কারণ বনে ওহিকে কাহারা চামর গড়ায় মাতিয়া গেছে, হাজারো হাজারো, লাখে লাখে। মা আসিবেন, আয়োজন প্রায় শেষ। পূর্ণতার প্রসন্ন-হাসি মুখে ধরিত্রী প্রতীক্ষা করিয়া আছে ।
ড্রাইভার গাড়ি থেকে বেশ একটা বড় মোট পাজাঁয় করিয়া আনিয়া সামনে রাখিয়া দিল। পূজার বাড়ি; ছেলে-মেয়ে আত্মীয়-স্বজনে গমগম করিতেছে, দেখিতে দেখিতে মোটটার চারিদিকে সবাই ভিড় করিয়া দাঁড়াইল। সনাতন রায় বলিলেন, না এখন খোলা হবে না, তোমরা ঠান্ডা হয়ে চারিদিকে দাড়াও, আমার মা এসে খুলে যার যেটা ভাগ করে দেবে।
নিচে শারদীয়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 7.88 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন