হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই pdf বই ডাউনলোড । হার্ভার্ডের পিএইচডি দেখেছিস? -বলেই মাজেদা খালা চোখ গোল গোল করে তাকিয়ে রইলেন। যেন তিনি কঠিন এক ধাঁধা জিজ্ঞেস করেছেন, যার উত্তর তিনি ছাড়া কেউ জানে না। তাঁকে একই সঙ্গে আনন্দিত এবং উত্তেজিত মনে হচ্ছে।
কপালে উত্তেজনার বিন্দু বিন্দু ঘাম। ঠোঁটের কোণে আনন্দের চাপা হাসি। খালা তাঁর গোল চোখ আমার দিকে আরও খানিকটা এগিয়ে এনে গলা নামিয়ে বললেন, এই হাঁদারাম! হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডি দেখেছিস কখনো?
আরও দেখুনঃ মিসির আলীর অমিংমাসিত রহস্য
আমি বললাম, না। দেখতে ভয়ঙ্কর?
-খালা বিরক্ত হয়ে বললেন, ভয়ঙ্কর হবে কেন? অন্যরকম।
অন্যরকমটা কি?
-সারা গা থেকে জ্ঞানের আভা বের হওয়ার মতো অন্যরকম।
বলো কী!
-বড় বড় দিশেহারা চোখ। দেখলেই এমন মায়া লাগে।
আমি বললাম, চোখ দিশেহারা কেন?
-খালা বললেন, ফিজিক্সের জটিল সমুদ্রে পড়েছে, এই জন্যে দিশেহারা। এখন সে কাজ করছে ‘ঈশ্বর কণা’ নিয়ে। যতই সে পড়ছে ততই দিশেহারা হচ্ছে। আহা বেচারা! ঈশ্বর কণার নাম শুনেছিস কখনো?
না। ঈশ্বর যে কণা হিসেবে পাওয়া যায় তা-ই জানতাম না।
-খালা বললেন, আমিও জানতাম না। বাংলাদেশ কেউ মনে হয় জানে না।
আমি বললাম, বাংলাদেশ বাদ দাও, ঈশ্বর নিজেরও হয়তো জানেন না।
-ঈশ্বর জানবেন না এটা কেমন কথা! উনি সবই জানেন।
হার্ভার্ড সাহেবকে চেনো কীভাবে?
-সে তোর খালু সাহেবের বন্ধুর ছেলে।
পিএইচডি সাহেবের নাম কি?
-ডক্টর আখলাকুর রহমান চৌধুরী। ভুল বলেছি চৌধুরী আগে হবে। ডক্টর চৌধুরী আখলাকুর রহমান। ফুল প্রফেসর অব থিওরেটিকেল ফিজিক্স। ভেনডারবেল্ট ইউনিভার্সিটি।
ডাক নাম কি?
-ডাকনাম দিয়ে কী করবি?
আমি হাই তুলতে তুলতে বললাম, যারা জটিল অবস্থানে থাকে তাদের ডাকনাম খুব হাস্যকর হয়। দেখা যাবে উনার ডাকনাম বল্টু।
-বল্টু?
হ্যাঁ বল্টু। পেরেকও হতে পারে। আবার গোল্লা ফোল্লাও হওয়া বিচিত্র না।
আরও দেখুনঃ আমি এবং আমরা pdf বই
খালা বিরক্ত গলায় বললেন, যতই দিন যাচ্ছে তোর কথাবার্তা ততই অসহ্য হয়ে যাচ্ছে। চা-কফি কিছু খাবি?
-খাব
কি দেব, চা না কফি?
-দুইটাই দাও। এক চুমুক চা খেয়ে এক চুমুক কফি খাব।
নিচে হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 10.8 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now