Sunday, October 19, 2025
Homeছোট গল্পবাদল বরিষণে pdf বই ডাউনলোড

বাদল বরিষণে pdf বই ডাউনলোড

বাদল বরিষণে pdf বই ডাউনলোড। বৃষ্টির ঝম-ঝমানি শুনতে শুনতে সহসা আমার মনে হল, আমার বেদনা এই বর্ষার সুরে বাধাঁ। সামনে আমার গভীর বন। সেই বনে ময়ূরে পেখম ধরেছে, মাথার ওপর বালাকা উড়ে যাচ্ছে, ফোটাঁ কদল ফুলে কার শিহরণ কাটাঁ দিয়ে উঠছে, আর কিসের ঘন মাতাল করা- সুরভিতে নেশা হয়ে সারা বনের গা টলছে! এটা শ্রাবণ মাস, না? আহা, তাই অন্তরে আমার বরিষণের ব্যথাটুকু ঘরিয়ে আসছে !

সে হল আজ তিন বছরের কথা। আমার এই খাপ-ছাড়া জীবনে তার স্মৃতিগুলো ঝড়ের মুখে পদ্মবনের মত ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। কখনও তার একটি মথা মনে পড়ে, কখনও আধখানি ছোঁওয়া আমার দাগা-পাওয়া বুকে জাগে। মানস-বনের যুঁই-কুঁড়ি আমার ফুটতে গিয়ে ফুটতে পায় না।

আরও বই দেখুনঃ

শিউলির বোটাঁ শিথিল হয়ে যায়। ওরই সাথে এই শাঙন-ঘন দেয়া-গরজনে আর এক দিনের অমনি মেঘের ডাক মনে পড়ে, আর আখিঁ আমার আপনি জলে ভরে ওঠে। সে-দিন ছিল আজকার মতই শ্রাবণের শুক্লা পঞ্চমী। পথহারা আমি ঘুরতে ঘুরতে যে দিন প্রথম এই কালিঞ্জরে এসে পড়ি, সে-দিন এখানে কাজরী উৎসবের মহা ধুম পড়ে গেছে।

আকাশভরা হালকা জলো মেঘ আমারই মত খাপছাড়া হয়ে যেন আকূল আকাশে কূল হারিয়ে ফিরছিল। তারই ঈষৎ ফাঁকে সুনীল গগণের এক ফালি নীলিমা যেন কোন অনন্ত-কান্নারত প্রেয়সীর কাজলমাখা চোখ চোখের রেখার মত করুণ হয়ে জাগছিল! পথ চলার নিবিড় শান্তি নিয়ে কালিঞ্জরের উপকন্ঠের বাকেঁ উপবনের পাশে তার সাথে আমার প্রথম দেখা।

এই হঠাৎ দেখাতেই কেন আমার মনে হল, এ-মুখ যে আমার কত কালের চেনা- কোথায় যেন একে হারিয়েছিলাম। সেও আমার পানে চেয়ে আমার চাওয়ায় কি দেখতে পেলে সেই জানে তাই পথ চলতে চলতে তার হাতের কচি ধানের ছোট্ট গোছাটি মুখের ওপর আধ-আড়াল করে আমায় জিজ্ঞেস করলে, পরদেশীয়া রে, তুহার দেশ কাহাঁ ? সে স্বর আমার বাইরে ভিতরে এক ব্যাকুল রোমাঞ্চ দিয়ে গেল।

বুকের সমস্ত রক্ত আকুল আবেগে কেপেঁ কেপেঁ নৃত্য করে উঠল। এ কোন চির পরিচিত স্বর । এ কে ছলনা করে আমায়? পরের হাওয়া আমার পাশ দিয়ে কেদেঁ গেল হায় গৃহহীন, হায় পখহারা! ঝড়ে ওড়া এক দল পলকা মেঘের মত মল্লারের সুরে পথের আকাশ-বাতাস ভরিয়ে কাজরী গায়িকা রূপসীরা গেয়ে যাচ্ছিল, ঘুঙঘট-পট খোলো আরে সাবঁলিয়া।

নিচে  বাদল বরিষণে  pdf বই  এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বাদল বরিষণে  pdf বই ডাউনলোড

প্রকাশকঃ    
বইয়ের ধরণঃ  ছোট গল্প 
বইয়ের সাইজঃ  1.40 MB
প্রকাশ সালঃ     
বইয়ের লেখকঃ  কাজী নজরুল ইসল 
অনুবাদঃ  


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

arafat
arafat
Hi, I am arafats. I love to write and read book. That is why here I share my favorite books.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site