টেনিদা সমগ্র pdf বই ডাউনলোড। স্কুল ফাইন্যাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্যেদের রোযাকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি। সভাপতি টেনিদা, হাবুল সেন, আর আমি প্যালারাম বাঁড়ুজ্যে পটলডাঙায় থাকি আর পটোল দিয়ে শিঙিমাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনও এসে পৌঁছয়নি। চারজনে পরীক্ষঅ দিয়েছি।
লেখাপড়ার ক্যাবলা সবচেয়ে ভালো হেডমাস্টার বলেছেন ও নাকি স্করারশিপ পাবে। ঢাকাই বাঙাল হাবল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি দু-বার অঙ্কের জন্যে ডিগবাজি খেয়েছি-িএবার থার্ড ডিভিশনে পাশ করলেও করতে পারি।
আরও বই দেখুনঃ
- হাতকাটা তান্ত্রিক pdf বই ডাউনলোড
- চাঁদের পাহাড় pdf বই ডাউনলোড
- শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই ডাউনলোড
- প্রেত pdf বই ডাউনলোড
- নুরুল এবং তার নোট বই pdf বই ডাউনলোড
আর টেনিদা- তার কথা না বলাই ভালো। সে ম্যাট্রিক দিয়েছে কে জানে এনট্রান্সও দিয়েছে কি না। এখন স্কুল ফাইন্যাল দিচ্ছে-এর পরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস টেন-এ সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে- তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চি নড়ায় সাধ্য কার।
টেনিদা বলে, হেঁ হেঁ বুঝলিনে? ক্লাসে দু একজন পুরনো লোক থাকা ভালো, মানে, সব জানে-টানে আর কি! নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো! তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বইকি। এমনকি টেনিদার দুঁড়ে বড়দা যারঁ হাকঁ শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি সুদ্ধু ম্যানেজড হয়ে এসেছেন বলতে গেলে।
তিন-চার বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেচিঁয়ে হাট বাধাতেন, আর টেনিদার মগজে ক-আউন্স, গোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন। এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন। টেনিদার ফেল করাটা তারঁ এমনি অভ্যাস হয়ে গেছে যে, হঠাৎ যদি পাশ করে ফেলে তা হলে সেইসঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন। অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে।
ওরই মধ্যে হতভাগ্য হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল, টেনিদা নাক কুঁচকে বলেছিল, নেঃ নেঃ রেখে দে! পরীক্ষা-ফরীক্ষা সব জোচ্চুরি! কতকগুলো গাধা ছেলৈ গাদা-গাধা বই মুখস্ত করে আর টকাটক পাশ করে যায়। পাশ না করতে পারাই সবচেয়ে শক্ত। দ্যাখ না বছরের পর বছর হলে গিয়ে বসছি, সব পেপারের অ্যানসার লিখছি- তবু দ্যাখ কেউ আমাকে পাশ করাতে পারছে না। সব এগজামিনারকে ঠান্ডা করে দিয়েছি। বুঝলি, আসল বাহাদুরি এখানেই।
নিচে টেনিদা সমগ্র pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আনন্দ প্রকাশন |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 13.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নারায়ন গঙ্গোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন