পশ্চাৎপট pdf বই ডাউনলোড। আপনার কাছ থেকে আমার চিঠির উত্তর আসবে আশা করিনি, পেয়ে অবাক হয়ে গেছি। দারুণ খুশি হয়েছি। তবে সত্যি কি আশা করিনি? তা হলে ঠিকি লিখলামই বা কেন, উত্তরের জন্যে অনুরোধই বা করেছিলাম কেন। মনের মধ্যে একটু লুকনো আশা নিশ্চয়ই ছিল। আপনি জানিয়েছেন । আমারদ অনুরোধ রক্ষা করা আপনার পক্ষে সম্ভভ নয়। উল্টে আপনি আমাকেই উপদেশ দিয়ে বসেছেন।
যে আমার কাহিনীটা যেন আমিই লিখে ফেলি। স্পষ্টভাবে উপদেশ শব্দ আপনি ব্যবহার করেননি ঠিক-ই,কিন্তু আপনার চিঠির মূল্য বক্তব্য বুঝতে আমার অসুবিধে হয়নি। ঘুরিয়ে ফিরিয়ে আপনি জানিয়েছেন। আপনার ব্যস্ত জীবনে আমার সঙ্গে দেখা করার এবং আমার কাহিনী শোনার মতো সময় আপনার নেই।
আরও বই দেখুনঃ
- ইট দ্যাট ফ্রগ pdf বই ডাউনলোড
- পুতুলের মতো মেয়ে pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- মহাকাশের কথা pdf বই ডাউনলোড
- চোখের সাধারণ সমস্যা ও ১০০ প্রশ্ন উত্তর
দেখুন বাইরে থেকে দেখে যে-মানুষকে যাই মনে হোক, পৃথিবীর সব মানুষই কিন্তু ব্যস্ত। ব্যস্ততা কি শুধু শরীরকে ঘিরেই হয়! মনেরও তো ব্যস্ততা থাকে। সদ্য পুত্র-হারা মা, যে একা বসে বসে কাদেঁ বা কান্না চাপে, কিংবা অর্থহীন চোখে সামনের মানুষটিকে দেখেও দেখে না, শুধুেই উদাস বিষন্নতায় তাকিয়ে থাকে, পৃথিবীতে তার চেয়ে ব্যস্ত মানুষ কি আর কেউ আছে!
অথচ ইচ্ছে থাকলে তারই মধ্যে তো সকলেই সময় করে নেয়, নিতে হয়। না, আমি কোনও অভিমান জানাচ্ছি না। এত ব্যস্ততার মধ্যেও তো আপনি আমাকে একটা চিঠি দিয়েছেন, কয়েক পাতা জুড়েই, যা লিখতে গিয়ে নিশ্চয় আপনার অনেকখানি সময় নষ্ট হয়েছে। আমি চেয়েছিলাম আমার অভিজ্ঞতার গল্প আপনার কলমেই প্রকাশ পাক, তার বদলে আপনি আমার ওপরেই সেই দায়দায়িত্ব চাপিয়ে দিয়েছেন।
তা সত্ত্বেও বলতে কি, আমি খুশিই হয়েছি। যদি চিঠির উত্তর না পেতাম কিংবা নিতান্তই চার লাইনের দায়সারা কোনও জবাব পেতাম তা হলে নিশ্চয় এ বয়েসেও আমার কান্না পেয়ে যেত। মনের আঘাত পেতাম, অপমানিত বোধ করতাম। এখন বরং মনে মনে আমি কৃতজ্ঞতা বোধ করছি। কৃতজ্ঞতা আর একটা কারণে, আপনি আমার মতো নগণ্য মানুষের মধ্যেও একজন লেখককে খুজেঁ বের করার চেষ্টা করেছেন। যদিও সে শক্তি আমার মধ্যে নেই, আমি জানি তা সত্ত্বেও আপনার উপদেশ বা আদেশ আমি শিরোধার্য বলে মনে করি।
নিচে পশ্চাৎপট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সাহিত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 6.22MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | রমাপদ চৌধুরী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন