কালতিথি pdf বই ডাউনলোড। ভাই কি একবারেই যাইতেছেন, নাকি ছুটিতে? প্রশ্নকর্তার দিকে তাকায় দ্রোহী। বয়স বছর তিরিশেক। বেটেমত, মুখভর্তি দাড়িঁ, গায়ে টমি হিলফিগার টি শার্ট, জিন্সের প্যান্ট আর পায়ে একজোড়া কিডস, নাইকি। ভদ্রলোক দ্রোহীর দীর্ঘ বিমান যাত্রার শেষ অংশের সহযাত্রী। কুয়ালালামপুর বিমান বন্দ থেকে মিনিট দশেক হলো বিমানটি আকাশে ডানা মেলেছে।
মালয়েশিয়া এয়ারের এই বিমানটিকে বিমান না বলে মুরগীর খোয়াড় বললে বেশ মানানসই হয়। সিটগুলো নডবড়ে। সারা প্লেনে একটিমাত্র টিভি মনিটর। সেই টিভিতে এতক্ষন বিমান ভ্রমেরন যাবতীয় নিরাপত্তা বিষয়ক সতর্ক উপদেশাবলী প্রথমে মালয়েশিয়ান ভাষায় এবং পরে তার ইংরেজী তরজমা করে যাত্রীদের শোনানো হলো। তবে দ্রোহী বা তার সহযাত্রী যেখানে বসে আছে সেখান থেকে টিভি মনিটর দেখা যায় না।
আরও বই দেখুনঃ
- ছোটদের যত লেখা pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- মন ভাঙা পরি pdf বই ডাউনলোড
- অদ্ভুত যত ভুতের গল্প pdf বই ডাউনলোড
যাক বাবা একদিক থেকে রক্ষা। গত তিনদিন যাবত একই জিনিস দেখতে দেখতে বিরক্তি একেবারে চরম সীমা। বিমানের এয়ারকন্ডিশনিং মনে হয় কাজ করছে না। ভেতরে ভাপসা গরম। আশ্চর্য্য! লসএঞ্জেলেস থেকে কুয়ালালামপুর পর্যন্ত বিমানের যে সার্ভিস তার সাথে কুয়ালালামপুর টু ঢাকার সার্ভিসের আসমান জমি তফাত। কুয়ালালামপুর বিমান বন্দরে আর এই বিমান ভর্তি যাত্রীদের করুণদশার কথা ভাবে দ্রোহী।
সে তুলনায় সে নিজে অনেক অনেক ভাগ্যবান। গরু ছাগলের মত ব্যবহার অন্তত তাকে পেতে হয় না ।
আমি একেবারেই যাইতাছি। পেটেভাতে বিদেশ থেকে পোষায় না। থাকলাম তো তিন বছর। এখন দেখি দ্যাশে যাইয়া ডাইল ভাতের কোন রকম ব্যবস্থা করা যায় কিনা। সহযাত্রী তার প্রশ্নের উত্তর না পেয়ে নিজেই নিজের বৃত্তান্ত বলতে শুরু করে দেয়।
মায়া হয় দ্রোহী লোকটির জন্য। ভদ্রলোক হয়ত তাকেও মালয়েশিয়া ফেরত ভেবেছে। থাক ভাবুক। লোকটির ভুল সে ভাঙ্গানোর চেষ্টাও করে না। ভুল ভাঙ্গালে হয়ত সারাটা ক্ষণ লোকটি তার ভাগ্যকে দোষারোপ করবে। দুঃখী মানুষকে সান্তনা দিতে হলে নিজেকেও দুঃখী হিসেবে উপস্থাপন করতে হয়। দুঃখী মানুষের সমব্যাথী কেবলমাত্র আর একজন দুঃখী মানুষই হতে পারে। আমিও একেবারেই যাইতাছি। যেই বেতন দেয় তার চেয়ে দ্যাশে অনেক ভাল। একই পথের যাত্রী পেয়ে লোকটির চেহারায় অপেক্ষাকৃত প্রশান্তির আলো উদ্ভাসিত হয়।
নিচে কালতিথি এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | স্বাধীন প্রকাশ |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | ২০০২ |
বইয়ের লেখকঃ | মাহমুদুল খান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন