গর্ভধারিণী সমরেশ মজুমদার pdf বই ডাউনলোড । টেলিফোনটা বাজছিল। মুখ তুলে দেওয়াল-ঘড়ির দিকে তাকাল জয়িতা। এগারোটা দশ। অবশ্যই এই ফোনটা ওর জন্যে নয়। ওর বন্ধুরা কেউ এই সময়ে ফোন করবে না। যদি কোনও বিপদ আপদ হয় তাহলে আলাদা কথা। কিন্তু বিপদ আপদের আশু সম্ভাবনা তে ছিল না।
অতএব এই ফোনটা সীতা রায়ের। যদিও সীতা রায় এখনও বাড়িতে নেই, কখন ফিরবেন তাঁরাই জানেন না এবং তার ওপর আজ যখন শনিবারের রাত তখন ওই টেলিফোন নিয়ে মাথাব্যতা কারর কোনও মানে হয় না। অবশ্য করাত চালানোর মত শব্দটা বেজে যাচ্ছে। যে করছে তার ধৈর্য আছে। না ধরিয়ে ছাড়বে না।
এই বাড়িতে দুটো কাজের লোক আছে। একজন দৈনিক আর একজনের কোথাও যাওয়ার জায়গা নেই বলে আছে। কাজকর্ম ঠিকঠাক করে কিন্তু কানে শুনতে পায় না। সীতা রায়ের অবশ্য শ্রীহরিকে ওই কারণেই পছন্দ। বাড়ির কথা বাড়ির বাইরে যাবে না।
কিন্তু মুশকিলটা হল টেলিফোনের আওয়াজটা শ্রীহরিকে বিন্দুমাত্র বিচলিত করে না। খানিক আগে ডাইনিং টেবিলে খাবার দিয়ে তিনি চলে গেছেন নিজের ঘরে। অতএব উঠতে হল জয়িতাকে। লাফ দিয়ে বিছানা ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। স্পোর্টস গেন্জি আর জিনসের টাইট প্যান্টে ওকে আরও রোগা দেখায় কিন্তু শাড়িটারির চেয়ে এই পোশাকই ভাল লাগে জয়িতার।
আরও দেখুনঃ
- সিতারা pdf বই ডাউনলোড
- দিঘির জলে কার ছায়া গো pdf বই ডাউনলোড
- মিসির আলি Unsolved pdf বই ডাউনলোড
- প্রেমাতাল pdf বই ডাউনলোড
- হলুদ বসন্ত pdf বই ডাউনলোড
রিসিভারটা অত্যন্ত অযত্নে কানে তুলে জয়িতা বলল, ‘হ্যালো!’
একটু থিতানো ওপাশে, তারপর হাসির মাড় লাগনো কড়কড়ে শব্দ বাজল, ‘উঃ কি ঘুম বাবা, এগারোটা বাজতে না বাজতেই যদি প্রেসিডেন্সির মেয়ে ঘুমিয়ে পড়ে তাহলে কি চলবে! রিসিভার ধরে আমার হাতব্যথা হয়ে গেল।’
জয়িতার চোখ ছোট হল। সে কেটে কেটে উচ্চারণ করল, ‘ঠিক কত নম্বর চাইছেন?’
‘আঃ কাম অন বেবি! তুমি তো জয়িতা, রামানন্দের মেয়ে?’
‘হ্যাঁ। তাই বলা হয়ে থাকে আমাকে।’
‘বলা হয়ে থাকে?’ হাসির তুবড়ি আকাশ ছুঁল এবার, ‘সাবাস! শুনেছিলাম তুমি নাকি খুব স্মার্ট, শাড়ি ব্লাউজ পরো না, বাট আই হ্যা নেবারি সিন অ্যারাউন্ড। রামানন্দ একটু আগে বলছিল তুমি নাকি খুব রোগা, খুব?’
জয়িতা বাঁ দিকে তাকাল। সেখানে বেলজিয়ামের আয়নায় তাকে দেখা যাচ্ছে। পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চির
নিচে গর্ভধারিণী সমরেশ মজুমদার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মিত্র ও ঘোষ পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | উপন্যাস |
বইয়ের সাইজঃ | 25.3 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সমরেশ মজুমদার |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন