Sunday, October 19, 2025
Homeছোট গল্পশ্রেষ্ঠ গল্প pdf বই ডাউনলোড

শ্রেষ্ঠ গল্প pdf বই ডাউনলোড

শ্রেষ্ঠ গল্প pdf বই ডাউনলোড । ট্যাংকি সাফ করতে ষাট চেয়েছিল মাগন। চল্লিশ টাকায় রফা হয়েছে। তো মাগন সেপটিক ট্যাংকির লোহার চাক্কি কোদাল মেরে খুলে বুরবকের মতো চেয়ে রইল। আই বাপ! হাউস ফুল!

হাউস ফুল না হলে ট্যাংকি সাফ করায় কোন আহাম্মক? কিন্তু মুশকিল হল, মাগনের আজ কোনো পার্টনার নেই। কাল হোলি গেছে, আজ রবিবার, মরদরা আজও সব ঢলাঢল জমি ধরে নিয়ে পড়ে আছে। এ বাত ঠিক যে মুর্দার কানে কানে টাকার কথা বললে মুর্দাও গা ঝাড়া দিয়ে উঠে পড়ে। কিন্তু মাতালরা তো মুর্দা নয়। আর তাদের উঠিয়েও কোনো লাভ নেই। টাকার লোভে কেউ হয়তো গাদা সাফ করতে এসে ট্যাংকির মধ্যে পড়ে গজব হয়ে যাবে।

প্রথম ট্যাংকিতে ময়লা, দু-নম্বরে জল, তিন নম্বরেও জল। তিন নম্বরে পয়লা বালতি মেরে গান্ধা জল তুলে ড্রেনে ঝপাং করে ফেলে মাগন আপনমনে বলে—আই বাপ! হাউস ফুল! চালিশ টাকার তো স্রিফ পাসীনা চলে যাবে। ফিন ভিটামিন উটামিন দিবে কৌন ?

বারান্দা থেকে দত্তবাবু দেখছেন, হেঁকে বললেন কী বলছিস রে ব্যাটা?

মাগন ঝপাং করে দুসরা বালতি মেরে মুখ তুলে এক গাল হেসে বলে একটা বাংলা। সাবুনের দাম দিবেন তত বড়বাবু? আর চায় পীনেকো পয়সা। আউর হোলির বখশিশ।
—ব্যাটা নাত-জামাই এলেন।
—এমন সাফ করে দিব না বড়বাবু। একদম বেডরুম।

বকবক করিস না, হাত চালা। বেলা ভর তোর কাজ দেখতে দাঁড়িয়ে থাকবে কে? তিন নম্বর বালতি মেরে মাগন বলে—গিয়ে আরাম করুন না, কুছ দেখতে হবে না। কাম পুরা করে পয়সা লিব।

আরও দেখুনঃ
রক্তের বিষ pdf বই ডাউনলোড
রক্তিম মরীচিকা pdf বই ডাউনলোড

দত্তবাবু স্টেটসম্যানটা খুলে পড়তে গিয়ে দেখলেন প্লাস পাওয়ারের চশমাটা চোখে নেই। চেঁচিয়ে বললেন,—মুনমুন, আমার পড়ার চশমাটা দিয়ে যা তো।

বলে কাগজের বড় হেডিংগুলো দেখতে লাগলেন। মন দিতে পারলেন না। চল্লিশ টাকার কাজ হচ্ছে সামনে। দু-ঘণ্টা বড় জোর তিনঘণ্টা কাজ করে ব্যাটা চল্লিশ চাক্কি ঝাক দিয়ে নিয়ে যাবে। রোজ একটা করে সেপটিক ট্যাংক যদি সাফ করে তবে মাসে কত রোজগার হয়?

ভাবতে গিয়ে ফেঁস করে একটা শ্বাস বেরিয়ে গেল। বারোশো টাকা!

নিচে শ্রেষ্ঠ গল্প pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

শ্রেষ্ঠ গল্প pdf বই ডাউনলোড

প্রকাশকঃ দেজ পাবলিশিং
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 13.8 MB
প্রকাশ সালঃ 1992 ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site