মানব জমিন pdf বই ডাউনলোড । পুতুলরাণী হাপিস হয়ে যাওয়াতেই হাফ-খরচা হয়ে গেল নিতাই। কৌপীন ধরল, জটা রাখল। কপালে মস্ত সিঁদুরের টিপ। লোকে নাম ক্ষ্যাপা নিতাই।
ক্ষ্যাপা নিতাই এখন ঐ বসে আছে শিমূল গাছের তলায়। রক্তাম্বরের কোঁচড়ে দেড়েক মুড়ি। সকাল থেকেই আজে রোদ আর বাতাসের বড় বাড়াবাড়ি। উত্তরে হাউড় বাতাস এস কলকল করে কথা বলছে গাছের পাতার সঙ্গে, মাঝে মাঝে টানা দীর্ঘশ্বাস তুলে যাচ্ছে ডালপালায়।
খসিয়ে দিয়ে যাচ্ছে শালের শুকনো পাতা। নিতাইয়ের চারদিকে থিরিক থিরিক নেচে নেচে কয়েখটা শালিখ আর কাক অনেকক্ষণ ধরে মুড়ির ভাগা চাইছে। এক মুঠ মুড়ি মুখে ফেলতে গিয়ে হঠাৎ একটা ভাবনা এল মাথায়। সামনেই শোলার হ্যাট মাতায় সাইকেরে ঠেসান দিয়ে দাঁড়িয়ে মদন ঠিকাদার নতুন রাস্তা তৈরির কাজ তদারক করছে। দুরমুস করা মাটির ওপর ইট সাজানো শেস হয়েছে। এখন ঝুড়ি ঝুড়ি পাথরকুচি ঢালছে কামিন রা।
নিতাই ভাবল, শালারা করছেটা কি? তার হাঁ-করা মুখের দরজায় কোষভরা মুড়ি থেমে ছিল অসাবধানে, অন্যমনস্কতায়। পাজী বাতাস এসে এক থাবায় বারো আনা মুড়ি উড়িয়ে নিয়ে ছড়িয়ে ফেলল চারদিকে। নিতাই বেকুবের মতো চেয়ে কাণ্ডটা দেখল, তারপর মুঠোভর যেটুকু মুড়ি ছিল তাও উড়িয়ে দিয়ে বলল-খা শালারা পঞ্চভূত।
আরও দেখুনঃ ম্যাডাম ও মহাশয় pdf বই ডাউনলোড গায়ের গন্ধ pdf বই ডাউনলোড
বাকি মুড়ি কোমরে বেঁধে উঠে ঘেল নিতাই। সামনের গড়ানে জমি ধরে নেমে গিয়ে মদনের দু-তিন হাত পিছনে দাঁড়িয়ে পড়ল। কোমরে হাত রেখে মাতব্বরের মতো উত্তর-দক্ষিণে টানা নতুন রাস্তাটায় ঘেয়ো চেহারা দেখল। অবশ্য কাজ শেষ হলে এতটা ঘেয়ো দেখাবে না তখন গাড়ি যাবে, মানুষ, গরু, কুকুর হাঁটবে। গলা খাঁকারি দিয়ে সে খুব নরম গলায় বলল–মদনবাবু, এই এত এত রাস্তা তৈরি করা কি ভাল হচ্ছে?
মদন ঠিকাদার আলকতরার মতো কালো, লম্বা। মস্ত গোঁফ আছে তার ভীষণ রাগী চেহারা। একবার ফিরে তাকাল মাত্র। চোখে আগুন।
নিতাই তাতে ভয় খায় না। সেও সাধক, তান্ত্রিক। বলল দুনিয়াময় যদি রাস্তাই বনায় মানুষ, কেবল বাড়িঘর বানিয়ে বানিয়েই যদি জায়গা ভরাট করে তবে চাষবাসই বা হবে কোথায়, মানুষ খাবেই বা কি? কথাটা ভেবে দেখবেন একটু? আমি ক্লাস এই পর্যন্ত পড়েছি, একেবারে মুখ্যু নই।
নিচে মানব জমিন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ সাহিত্যম বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 50.1 MB প্রকাশ সালঃ 1965 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন


