গায়ের গন্ধ pdf বই ডাউনলোড । “ওই যে, ওই হচ্ছে আঁচল! সবসময়ে আঁচল ধরে থাকত বলে মা এই নাম রেখেছিল।”
“বটে! তা বাপু, তুমি আঁচলের বৃত্তান্ত জানলে কী করে?”
“আজ্ঞে, কানে আসে কি না, বাতাসে কত ফিসফাস ঘুরে বেড়ায় তা জানেন?”
“আমার কানে তো আসে না বাপু?”
“আপনার উঁচু কান, মোটর, ক্যানেস্তারা, হাতুড়ি আর লোহালক্কড়ের শব্দ ছাড়া আর কিছু কি আপনার কানে যায়?”
“কেন, শেতলাপুজোয় মাইক বাজে, চৌপথীতে ভোটের বক্তৃতা হয় সেসব কি আমার কানে আসে না?”
“তা আসে, আবার বেরিয়েও যায়। কোনও কিছু গায়ে মাখেন নাকি আপনি? আপনার গায়ে শুধু তেলকালি, অথচ বাতাসে একসময়ে এত্ত ফিসফাস শুনেছিলাম, আপনি নাকি এমএসসি পাশ! দেখলে তো পে ত্যয় হয় না”
“ফিসফাসে বিশ্বাস করো কেন? আমি মিস্তিরি মানুষ, খেটেপিটে দুটো ডালভাতের জোগাড় করি, এটাই আসল কথা।”
“দেখুন ভোলাদা, মিস্তিরি আমরাও। তাই বলে দুনিয়া ভুলে দিনরাত গাড়ির কলকবাজর মধ্যে ডুবে থাকতে হবে নাকি? আমাদের গাঁয়ের ফটিকচাঁদ পালাগান নিয়ে মজে থাকত। দিনরাত পালা ছাড়া কথা নেই। কিংবা ধরুন দিশেরপাড়ার নস্করবাবু, সকাল থেকে রাত অবধি ওস্তাদি গানের কালোয়াতি করে যাচ্ছেন। তার একটা মানে বুঝি, ওসবের মধ্যে একটা আলাদা রসকষ আছে। কিন্তু গাড়ির কলকবজায় কোন মধু ঘাপটি মেরে আছে একটু বুঝিয়ে বলবেন?”
আরও দেখুনঃ এ কালের বাংলা গল্প pdf বই ডাউনলোড ফেরীঘাট pdf বই ডাউনলোড
“কেন বাপু, গেল হপ্তাতেই তো কি যেন একটা বাংলা সিনেমা দেখে এলুম কোথায়।”
“সিনেমা দেখুন ছাই না দেখুন ওতে কিছু আসে যায় না, কিন্তু একটু চোখ তুলে চারদিকটা দেখবেন তো। এখন কোথায় আছেন, বেলা ক’টা বাজে, খিদে-তেষ্টা পেয়েছে কিনা এসবও যদি ভুলে মেরে দেন তাহলে আপনার সম্পর্কে অন্যরকম ভাবতে হয়।”
“সে আবার কিরকম শুনি?”
“কিছু মনে করবেন না দাদা, লোকে আড়ালে বলে ভোলাটা পাগলা আছে।
কী মুশকিল, একটা কাজ মন দিয়ে করতে গেলে লোক তো একটু ওরকম হতেই পারে। আমাদের অঙ্কের স্যর হরিহরবাবুও তো খাওয়াদাওয়ার ঠিক থাকত না।”
“সেইটেই তো বললুম, পালাগান, কালোয়অতি কিংবা অঙ্ক তো শাস্ত্র, কিন্তু অটোমোবিলটা কোন হিসেবে তার সঙ্গে পাল্লা টানে?”
নিচে গায়ের গন্ধ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 1.13 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন