ফুল চোর pdf বই ডাউনলোড । হারমোনিয়াম সম্পর্কে আমি কতটুকুই বা জানি! তবু এদের বাড়ির পুরোনো হারমোনিয়ামটা দেখেই আমার মনে হচ্ছিল, শুধু রীড নয়, এর গায়ের কাঠের কাঠামোটাও নড়বড়ে হয়ে গেছে।
ভদ্রমহিলার বয়স খুব বেশী হবে না। পঁয়ত্রিশ ছত্রিশ। রোগা, ফর্সা। এবং মুখের হাড় প্রকট হওয়ায় একটু খিটখিটে চেহারা। বললেন, রীডগুলো জার্মান।
পাশের ঘরে একটা বাচ্চা মেয়ে ফুঁপিয়ে কাঁদছে। পশুপতি আমাকে কনুইয়ের একটা গুঁতো দিল। সম্ভবত কোনো ইশারা। কিন্তু ইশারা তা আমি ধরতে পারলাম না। এই হারিমোনিয়াম কেনার ব্যাপারে সে-ই অবশ্য দালালি করছে।
আমি মাদুরের ওপর রাখা হারমোনিয়ামটার সামনেই বসে আছি। আমার সামনে চায়ের কাপ, ডিশে দুটো থিন এরারুট বিস্কুট। আমি ভদ্রমহিলার দিকে চেয়ে বললাম, ও।
কিন্তু আসলে আমি তখন হারমোনিয়ামের রীডের চেয়ে থিন এরারুট বিস্কুট সম্পর্কেই বেশী ভাবছি। হঠাৎ আমার খেয়ার হয়েছে, এরারুট দিয়ে সম্ভবত এই বিস্কুট তৈরি হয় না। যতদূর মনে পড়ে, ছেলেবেলা থেকেই থিন এরারুট বিস্কুট কথাটা শুনে আসছি। অথচ কোনোদিনই থিন কথাটা বা এরারুট ব্যাপরটা নিয়ে ভাবিনি। আজ পুরোনো হারমোনিয়াম কিনতে এসে ভাবতে লাগলাম।
আরও দেখুনঃ গামহারডুংরী pdf বই ডাউনলোড ভূত আছে ভয় নেই pdf বই ডাউনলোড
যথেষ্টই আপ্যায়ন করছেন এরা। কেউ পুরোনো হারমোনিয়াম কিনতে এলে তাকে হাতপাখার বা বাতাস বা চা বিস্কুট দেওয়ার নিয়ম আছে কিনা তা আমি জানি না। কিন্তু চা বিস্কুট দেওয়াতে আমার কেবলই মনে হচ্ছে আমি কনে দেখতে এসেছি! এক্ষুনি ওঘর থেকে পর্দা সরিয়ে কনে ঢুকবে। নিয়মমাফিক নমস্কার করবে এবং হারমোনিয়ামটা টেনে নিয়ে রবীন্দ্রসংগীত বা নজরুলগীতি গাইবে।
ভদ্রমহিলা হারমোনিয়ামটা ওধারে বসে আছেন। মুখ চোখ যথেষ্ট ধুর্ত এবং সচেতন। হাতের পাখাটা জোরে নাড়তে নাড়তে একটু ঝুঁকে বললেন, চা ঠাণ্ডা হচ্ছে যে!
ঠাণ্ডা হওয়াটাই দরকার ছিল। এবার বড় প্যাঁচপ্যাচে গরম পড়েছে। ঘরে ইলেকট্রিক পাখা নেই। হাতপাখাও তেমন জুৎও হচ্ছে না। এর মধ্যে গরম চা পেটে গেলে আরও অস্বস্তি।
ভদ্রতাবশে আমি চায়ে চুমুক দিলাম এবং এই সময়ে বেটাইমে পশুপতি আমাকে কনুই দিয়ে আর একটা ঠেলা দিল। খুব সাবধানেই দিল। চা চলকায়নি। কিন্তু আমি দ্বিতীয়বারও ইংগিতটা ধরতে না পেরে ভারী অস্বস্তি বোধ করতে লাগলাম।
নিচে ফুল চোর pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 8.26 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন