Sunday, October 19, 2025
Homeজীবনীদ্য লাস্ট গার্ল pdf বই ডাউনলোড

দ্য লাস্ট গার্ল pdf বই ডাউনলোড

দ্য লাস্ট গার্ল pdf বই ডাউনলোড । নাদিয়া মুরাদ শুধু আমার মক্কেল নয়, ভালো বন্ধুও। লন্ডনে যখন তার সঙ্গে আমার পরিচয় হলো, সেই প্রথম লগ্নেই সে আমাকে অনুরোধ করলো আমি তার আইনজীবী হয়ে কাজ করতে পারি কি না? সে আরো বললো, আমি তোমাকে মামলা পরিচালনার ফি দিতে পারবো না। কারণ আমার মনে হচ্ছে এই মামলা দীর্ঘ সময় নেবে এবং এতে জেতার সম্ভাভনা খুবই কম।

তারপর সে তার গল্প বলতে শুরু করে –
২০১৪ সাল। ইরাকের একটি গ্রাম, যেখানে নাদিয়ারা বসবাস করতো। আইসিস সেটা আক্রমণ করে এবং সেদিন একুশ বছর বয়সেরে এক ছাত্রীর সুন্দর জীবন নিকষ কালো অন্ধকারে ডুবে যায়। তাকে বাধ্য করা হয় নিঃশব্দে দাঁড়িয়ে তার মা এবং ভাইদের মৃত্যু সহ্য করতে।

নাদিয়াকে অপহরণ করার পর তাকে একের পর এক আইসিস দিলের হিংস্র পুরুষরা দলবদ্ধভাবে তাকে ধর্ষণের নারকীয় উল্লাসে মেতে উঠলে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং সেই অবস্থায়ই সে পড়ে থাকে সারা রাত।

আরও দেখুনঃ
হৃদয়বৃত্তান্ত pdf বই ডাউনলোড
দুধসায়রের দ্বীপ pdf বই ডাউনলোড

এই নির্মম নির্যাতনের দাগগুলো নাদিয়া তার পোশাক সরিয়ে আমাকে দেখায়। এবং সে আমাকে আরো বলে বন্দীদশার পুরো সময়টাতে আইসিস মালিট্যান্টরা তাকে ‘ডার্টি ননবিলিভার’ অর্থাৎ ঘৃণিত নাস্তিক বলে ডাকতো। এভাবেই তারা ইয়াজিদি নারী কব্জা করে পৃথিবী তেকে তাদের ধর্ম নিঃশ্চিহ্ন করার আনন্দে উল্লাস করতো।

খোলা বাজারে এবং ফেসবুকে বিক্রির জন্য আইসিসের বিজ্ঞাপন দেয়া হাজার হাজার ইয়াজিদি অপহৃত নারীর মধ্যেও নাদিয়া একজন। এইসব অপহৃত নারীকে কখনো কখনো নামমাত্র কুড়ি ডলারেও বিক্রি করা হয়। যেদিন আশিজন বৃদ্ধাকে একসঙ্গে হত্যা করে একইসঙ্গে মাটি চাপা দেয়া হয়, সেখানে নাদিয়ার মা-ও ছিলেন। একদিন শত শত ইয়াজিদি যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের মধ্যে নাদিয়ার ছয় ভাইও ছিলো।

নাদিয়া আমাকে বলছিলো গণহত্যার কথা এবং পৃথিবীতে কোনো গনহত্যা অতর্কিত দূর্ঘটানা নয়, বরং সেখানে থাকে ঠান্ডা মাথার নিখুত পরিকল্পনা। গণহত্যার আগে আইসিস-এর ‘রিসার্চ এন্ড ফতোয়া বিভাগ’ দীর্ঘ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয় খ্রিস্টান, শিয়া এবং অন্যান্য ধর্মালম্বীদের মতো কুর্দিস ভাষাভাষী মানুষদের কোনো ধর্মগ্রন্থ নেই। সুতরাং ইয়াজিদিরা হলো নাস্তিক।

নিচে দ্য লাস্ট গার্ল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

দ্য লাস্ট গার্ল pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ জীবনী
বইয়ের সাইজঃ 1.30 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ জেন্না ক্রাজেস্কি


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site