চুরি pdf বই ডাউনলোড । কোন গল্পে কোথায় শুরু তার কোনও ঠিক নেই। কোথায় শেষ তাও স্পষ্ট করে বলা যায় না। মনে হয় মানুষের সব গল্পেরেই শুরু ক্ষীণ—অতি ক্ষীণ সেই আদিম কালে, যখন মানুষের প্রথম আবির্ভাবব ঘটেছিল। সেইটেই গল্পে মুখপাত।
সব গল্পেরই সূচনা ও সম্ভাবনা বীজাকারে নিহিত ছিল সেই ঘটনার ভিতরেই। মানুষের আবির্ভাব। তাই মানুষের প্রায় সব গল্পই মোটামুটি আদিম ও আরণ্যক, তা যতই তাকে পোশাক পরানো হোক্ লোভ, কাম, বয়, বিস্ময়, ক্ষুধা, অহং নিয়ে মানুষ ও মানুষী জন্মাল—এইটেই গল্প।
এক ও অকৃত্রিম। তারপর তার যতেক নির্মাণ, শিল্প, টেকনোলজি, সূক্ষ্ম চিন্তা সবই হল সেই আদিমতার আদুর পায়ে নানা আবরণ দেওয়ার চেষ্টা। সব গল্পেরেই শুরু সেইখানে। ইতিহাসের লিপিবদ্ধ আলোকিত কাল পেরিয়ে কিংবদন্তীর আবছায়ায় উজানে, গভলতার কুজ্জটিকায় কবে এক প্রসূতির কাতরতা আর এক নবজাতকের শিহরিত ক্রন্দনে সেই গল্পেরই শুরু আজও বহমান।
এই গল্পেরই শুরু এক সন্ধেবেলায়। শীতের সন্ধে। ব্যানার্জিদের বাড়ির দোতলার দরদালানে হঠাৎ যদুর ঘুম ভাঙল। প্রায় কিছুই করার নেই বলে সে আজকাল সন্ধেবেলায় ঘুমোয়। বাড়ির কর্ত্রীর এখন-তখন অবস্থা। তিনি নার্সিং হোমে। ছেলেও সেখানে।
মৃগাঙ্কবাবু সেই যে বেরিয়েছেন বেড়াতে এখনও ফেরেননি। বোধহয় কালোবাবর থানে অবিচল বিশ্বাস আর ভরসা নিয়ে বসে আছে কোনো অলৌকিক জরিবুটির আশায়, কিংবা লেকের ধারে বসে থেকে থেকে কালশূন্যতায় পৌঁছে গেছেন ফেলার কথা মনেই নেই। বাড়িতে এখন যদু একা।
আরও দেখুনঃ বাসস্টপে কেউ নেই pdf বই ডাউনলোড ডাকাতের ভাইপো pdf বই ডাউনলোড
ঘুমটা চট করে ভাঙে না। কলিং বেল বা টেলিফোনের আওয়াজ হলে ভাঙে। নইলে নয়। আজ যে ভাঙল তারও কারণ আছে। এবাড়ির কর্ত্রীর যে অসুখ যদুর বউয়েরও তাই তফাত হল কর্ত্রীর বয়স ষাটের ওপর, যদুর বউ কুসুমের বয়স চল্লিশ-বিয়াল্লিশ।
দুজনেরই ক্যানসার। কর্ত্রী কলকাতার সবচেয়ে ভাল নার্সিং হোম-এ যত্নআত্তিতে আছেন। কুসুমের চিকিৎসা চলছে গাঁয়ের এক হোমিওপ্যাথের হাতে। তফাটা আগে চোখে পড়ত না, আজকাল পড়ে। তার তিনটে ছেলের মধ্যে দুটো ছেলেই রত্ন। এক ছেলে থাকে আমেরিকায়। এক ছেলে এখানে, সেও কেওকেটা তবে নিজের মেয়ের কথা বুক ফুলিয়ে বলতে পারে বটে যদু। মনু শুধু সুন্দরই নয়, মাধ্যমিক পাশ। তাও ফার্স্ট ডিভিশন।
নিচে চুরি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.77 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন