বউ চুরি pdf বই ডাউনলোড । একজন মেয়েমানুষের জন্য যতটা না করা যায় তার চেয়েও বেশিই করে ফেলেছে নেপু। জানের ভয় ছিল, ট্যাঁকে টান পড়েছিল, তার ওপর চাকরিটাও যাওয়ার জোগাড়। তবু পেছপা হয়েছে কি? হয়নি। রসিক দাসের খপ্পর থেকে যমুনাকে উদ্ধার করে তার বাপের বাড়ি সুলতানগঞ্জে পৌঁছে দিয়েছে। তাতে অবশ্য যমুনা বাবা তাকে দা নিয়ে কাটতে উঠেছিল, তুমি কে হে আমার মেয়ের বিয়ে ভেঙে তার জীবনটা নষ্ট করার?
তাকে কিছুতেই বোঝানো যায়নি যে, রসিক আড়কাঠির কাছে পয়সা খেয়ে যমুনাকে পাচার করার তালে ছিল।
নেপুকে রসিক দাসও খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে। রক্ষে এই যে, নেপুর কাজ এক জায়গায় নয়। নবীন কবরেজের জরিবুটির সাপ্লাই দিতে তাকে নানা হাটে-বাজের ঘরত হয়। ওই করতে গিয়েই তো হাজিরহাট রসিক দাসের সঙ্গে চেনা হয়েছিল। হাজিরহাট কিছু খারাপ জায়গা নয়, রসিকের দোকান ভালই চেল। সে মাসে অন্তত দু’-চার হাজার টাকার জরিবুটি কিনত নেপুর কাছ থেকে।
আরও দেখুনঃ অনুসন্ধান pdf বই ডাউনলোড বটুকবুড়োর চশমা pdf বই ডাউনলোড
বেশ দহরম মহরম ছিল তার রসিকের সঙ্গে। আর সেই সুতো ধরেই যমুনার সঙ্গে দেখা। রসিকের ভাগর বউ। দেখতে বেশ। এক দুপুরে রসিকের নেমন্তন্নে গিয়ে যমুনার হাতের রান্নাও খেলো নেপু। আর তখনিই চোখাচোখি বারকয়েকে। কিন্তু মা কালীর দিব্যি, নেপুর মোটে কোনওদিন নষ্টামি বুদ্ধি ছিল না, তবে মাঝে-মাঝে যাতায়াত করতে-করতে বেশ চেনা হয়ে গেল।
সেবার রসিকের ম্যালরিয়া। খবর পেয়ে দেখিতে গিয়েছিল নেপু। যখন বেরিয়ে আসছে তখন উঠোনের ঘের পেরনোর মুখে দরজায় দাঁড়িয়ে চোখের জলের সঙ্গে মিশিয়ে দুঃখের কথাটা কেঁদে বলর যমুনা। রসিক নাকি তাকে বেচে দেওয়ার ফিকির করছে। আগের বউ বিজলিকেও নাকি বেচে দিয়েছিল।
কথাটা নেপুর বিশ্বাস হয়নি।
বিক্রি হলেও বিজিলি বেশি দূরে যায়নি। লক্ষ্মীপুরের রাখার মোদকে ঠেক-এ গিয়ে বিজলিরানির দেকা পাওয়া গেল। কে বলবে যে সে, সে কিছুকাল আগেও রসিকের ঘর করেছিল। দিব্যি শাঁকা নোয়া সিঁদুপ পরে রাখালের পাঁচটা গরু, দুধের কারবার, মিঠাইয়ের দোকান দশভুজার মতো সামাল একরত্তি ছেলে বিইয়ে সেই যে নেতিয়ে পড়েছে আর ঘাড় সোজা করতে পারে না।
নিচে বউ চুরি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.38 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন