একটু উষ্ণতার জন্য pdf বই ডাউনলোড । দিনের শেষ গাড়ি মরা বিকেলের হলুদ অন্ধকারে একটু আগে চলে গেছে।
এখন প্লাটফর্মটা ফাঁকা।
এখানে ওখানে দু-একজন ওঁরাও মেয়ে-পুরুষ ছড়িয়ে আছে। কার্নি মেমসাহেবের চায়ের দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। আসন্ন সন্ধ্যার অস্তমিত আলোয় প্লাটফর্মের ওপারের শালবনকে এক অদ্ভূত রহস্যময় রঙে রাঙিয়ে দিয়েছে। চারদিকে থেকে বেলামেষের গান শোনা যাচ্ছে।
স্টেশানের মাস্টারমশাই বললেন, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি।
আমি বললাম, কি দরকার?
আরে তাতে কি? আপনি এখানের বাসিন্দা ত’ নন, নতুন এসেছেন – জঙ্গলের পথঘাট ভাল জানা নেই। চলুন, চলুন, আমার কোনো কষ্ট হবে না, তাছাড়া আমি ত’ হাঁটতে বেরোতামই – এ বয়সে একটু হাঁটা দরকার।
বললাম, বেশ, চলুন তাহলে।
স্টেশান থেকে বেরিয়ে শেঠ মুঙ্গালালের দোকান পেরিয়ে হালুই করের দোকানের সামনে দিয়ে পোস্টাফিসের গা-ঘেঁষে পেছনের মাঠটায় এসে পড়লাম আমরা।
মাঠের ওপারে দীপচাঁদের দোকানের আলো জ্বলে উঠেছে।
বেশ অনেকখানি হাটতে হবে।
মাস্টারমশাই বললেন, শরীর কেমন বোধ করছেন আজকাল? এইসব পাকদন্ডী পথ দিয়ে যাওয়া আসা করা কি আপনার উচিৎ হচ্ছে?
আমি হাসলাম, বললাম, মান্দারের হাসপাতালের সাহেব ডাক্তার ত’ বললেন, যতখানি পারি হেঁটে বেড়াতে, শরীর যে খারাপ হয়েছিল, কখনো বড় অসুখে পড়েছিলাম, এসব কথা একেবারে ভুলে যেতে।
ওঃ-। তােই বুঝি। তাহলে ভালো। তারপর আবার বললেন, এখানে সব উঁচু নীচু, পাহাড়ি রাস্তা ত’, তাই-ই বলেছিলাম।
আরও দেখুনঃ প্রজাপতি pdf বই ডাউনলোড পথের পাঁচালি pdf বই ডাউনলোড
দেখতে দেখতে আমরা দীপচাঁদের দোকানের সামনে এসে পড়লাম। তারপর একটা ছোট বস্তী পেরিয়ে মোড়ের পোড়ো বাড়ির পাশ কাটিয়ে গ্রামের পাকদন্ডীতে এলাম।
সামনে একটা বড় ঝাঁকড়া মহুয়াগাছ। মাঝে মাঝে পিটিস্ এবং ঝাঁটি জঙ্গল।
পশ্চিমের পাহাড়ের কাঁধ বরাবর সন্ধ্যাতারাটা উঠেছে। সমস্ত আকাশ সেই একটি তারার আলোয় উজ্জ্বল।
হাতের লাঠি ঠকঠক করতে করতে আগে আগে চলতে চলতে মাস্টারমশাই বললেন,
আপনি তখন নিশ্চয়ই কিছু মনে কররেন না? কি বলেন?
আমি অবাক হয়ে বললাম, কই? কখন?
ঐ যখন ঘোষকে ধমক লাগালাম আমি।
আমি বললাম, ঘোষ মানে? শৈলেন ঘোষ?
নিচে একটু উষ্ণতার জন্য pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 34.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ বুদ্ধদেব গুহ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন