পাঁচটি উপন্যাস pdf বই ডাউনলোড । কপিলদেব ভূগর্ভস্থ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। মুখখানা খুব বিষণ্ণ। যতদূর দেখা যায় লম্বা প্ল্যাটফর্মে আর একজনও মানুষ নেই। তবে উলটো দিকের ডাউন প্ল্যাটফর্মে আর একজন লোক পায়চারি করছে। তার হাতে একটা কুকুরের শিকল। শিকলে কুকুর বাঁধা নেই। শূণ্য বকলসটা মেঝেতে গড়াচ্ছে। লোকটা শিস দিচ্ছে।
কপিলদবের লোকটার দিকে চেয়েছিল। লোকটা পাগল। এই তিন হাজার দুই খ্রিস্টাব্দে পৃথিবীতে অবশিষ্ট মাত্র দশ লক্ষ লোকের মধ্যে লক্ষই পাগল। মাঝে-মাঝে আরও পাগল হওয়ার সংবাদ আসছে। কপিলদেবের নিজের মাথাটাও আজকাল কেমন লাগে যেন। হাঁটছে, চলছে, কাজকর্ম করছে, আর মাঝে-মাঝে চমকে উঠে মনে হচ্ছে—আমি যা করছি সব স্বাভাবিক মানুষের মতো তো! পাগল হয়ে যাইনি তো নিজের অজান্তে!
ওপাশের প্ল্যাটফর্মের লোকটা কপিলের মুখোমুখি দাঁড়িয়ে হঠাৎ বলল—ও মশাই, শুনছেস?
—-বলুন। কপিলদেব শান্ত শীগলায় বলল।
—-বলুন তো কার গাড়ি আগে আসবে, আপনার না আমার?
—-আপনার।
লোকটা মাথা নেড়ে বলল—আপনার।ব বাজি?
কপিলদেব বিষণ্ণ হেসে বলে—আমার ট্রেন পাঁচটা দু-মিনিটে, আপনার ট্রেন ঠিক পাঁচটায়। লোকটা ভ্রু কোঁচকাল। বলল-বটে। ও। আমি অবশ্য গাড়ির সময় জানতাম না।
—আমি জানি।
আরও দেখুনঃ প্রজাপতি pdf বই ডাউনলোড পথের পাঁচালি pdf বই ডাউনলোড
লোকটা আবার কুকুরের চেন টানতে-টানতে পায়চারি করতে লাগল। শিসে একটা খুব করুণ গান বাজাতে লাগল। একটু বাদে মুখোমুখি এসে বলল-এখন ক’টা বাজে?
দুটো প্ল্যাটফর্মে বিশাল টেলিভিশন পরদায় ঘড়ির ছবি ফুটে আছে। চুলচেরা সময়। এখন ঠিক পাঁচটা বাজতে আড়াই মিনিট বাকি। কিন্তু লোকটা সেদিকে তাকাচ্ছে না।
কপিল জবাবে প্রশ্ন করল—কোথায় যাবেন?
লোকটা উদাস হয়ে বলে—কোথাও না। আামর সমুদ্রে যাওয়ার ইচ্ছে হয়েছিল। এখন ভাবছি, কী হবে গিয়ে! সমুদ্রের ধারে বড় একা লাগে। আমার একটা কুকুর ছিল। সেটা কোথায় পালিয়ে গেল! আমি কুকুরটার জন্য অপেক্ষা করছি।
—-আপনার গাড়ি এক্ষুনি আসবে।
—-কিন্তু আমি কোথাও যেতে চাই না। আবার এখানেও থাকতে চাই না। কপিল একটা দীর্ঘশ্বাস ফেলল। তারও মাঝে-মাঝে এরকম হয়। কোথায় যেতে ইচ্ছে করে না।
বিশাল দুই প্ল্যাটফর্মে মাত্র দুজন লোক। তারা দু-দিকে যাবে। সামনে পিছনে আরও অন্তত চল্লিশটা প্ল্যাটফর্ম শূন্য খাঁ-খাঁ করছে, কেউ কোথাও নেই। একটা স্পিকার কথা বলে উঠল হঠাৎ।
নিচে পাঁচটি উপন্যাস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পত্র ভারতী বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 21.3 MB প্রকাশ সালঃ 1959 ইং বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন