Sunday, October 19, 2025
Homeছোট গল্পরম্য সমগ্রং pdf বই ডাউনলোড

রম্য সমগ্রং pdf বই ডাউনলোড

রম্য সমগ্রং pdf বই ডাউনলোড । আজকাল যে জায়গায যাই সে জায়গাতেই যেন একই আলোচনা.. গেল গেল! দেশটার কী হল.. দেশটা রসাতলে গেল.. কোথায় কোন হোমরাচোমরা কী দুর্নীতি করল।

এসব শুনতে শুনতে একঘেয়েমি চলে এসেছে। একবার তো এক আসরে আমি শেষমেষ বিরক্ত হয়ে বলেই ফেললাম –

– ভাইরে নতুন কিছু বলার নাই? এসব তো মাননীয় মেয়রের মশার কামড় খাওয়ার মতোই পুরোনো হয়ে গেছে। নতুন কিছু থাকলে বল।
নতুন কিছু শুনতে চাও?
– হ্যাঁ, নতুন কিছু মজার থাকলে বল, দেশের গীবত শুনতে আর ভালো লাগে না। আমরা তো ওই একটা কাজই ভালো পারি।
বেশ তাহলে শোন।

একবার এক লোক সে নিজের জীবন নিয়ে খুব হতাশ। এমএ পাশ করেছে অথচ কোনো চাকরিবাকরি নেই। বেকার জীবন অসহ্য হয়ে উঠেছে যেন। তো একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে নিজেই নিজেকে গালাগাল করতে করতে চলেছে পথ দিয়ে।

আরও দেখুনঃ
বাবলি pdf বই ডাউনলোড
গল্পে গল্পে জেনেটিক্স pdf বই ডাউনলোড

ক্ষোভে-দুঃখে একটু উচ্চ স্বরেই গালাগাল করছিল নিজেকে ‘ব্যাটা অপদার্থ, কোনো কাজের না। কোনো উন্নতি করতে পারে না। ফাজিলের ফাজিল। এরকম নানান বিশেষণের অজস্র গালি দিতে দিতে চলছিল সে এক একাই। এসময় হঠাৎ কোথেকে েএকদল পুলিশ এসে হাজির।

– ইউ আর আন্ডার অ্যারেস্ট!
মানে?
-মানে তোমাকে এখন থানায় যেতে হবে।
তুমি প্রকাশ্যে সরকারকে গালাগাল করেছে।
-সে কী, কখন?
এই যে এতকক্ষণ গালাগাল করতে করতে হাঁটছিলে।
-আশ্চর্য আমি তো সরকার শব্দটাই মুখে আনি নি। আমি তো নিজেকেই গালাগাল করছিলাম।
কিন্তু তুমি যা বলছিলে তার সঙ্গে সরকারের হুবহু মিল। তাই ইউ আর আন্ডার অ্যারেস্ট।

দেখলাম এই আড্ডা আসলে ঘুরেফিরে দেশের গীবত গাওয়ার দিকেই যাচ্ছে। আমি ছুটলাম আরেক আড্ডায়। ভাবচক্কর দেখে বোধ হয় মনে হতে পারে আমার নিজের কোনো কাজকাম নেই। আড্ডায় ঘুরে বেড়াচ্ছি। আসলেও তাই। এখন আমার কোনো কাজকাম নেই। এক অর্থে বেকার বসে আছি।

উন্মাদ ঈদ সংখ্যা প্রেসে ঢুকিয়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বন্ধু-বান্ধবের অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছি। এমনিতে যাওয়া হয়না।

তো এবারে যে অফিসের আড্ডায় ঢুকলাম দেখি সেখানে দেশ নিয়ে কোনো হতাশাজনক আলোচনা হচ্ছেনা। তবে ক্রিকেট নিয়ে আসর গরম। আমি একটু হতাশ হলাম।

নিচে রম্য সমগ্রং pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রম্য সমগ্রং pdf বই ডাউনলোড

প্রকাশকঃ প্রতীক প্রকাশনা
বইয়ের ধরণঃ ছোট গল্প
বইয়ের সাইজঃ 8.85 MB
প্রকাশ সালঃ 2012 ইং
বইয়ের লেখকঃ আহসান হাবীব


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site