Saturday, October 18, 2025
Homeউপন্যাসশয়তানের চোখ pdf বই ডাউনলোড

শয়তানের চোখ pdf বই ডাউনলোড

শয়তানের চোখ pdf বই ডাউনলোড । কার্তিক মাসেই বৃষ্টি বন্ধ হয়েছিল। এই তল্লাটে বৃষ্টি একবার নামলে আর থামতেই চায় না। পড়ছে তো পড়ছেই। ভিজে ঘাসের বুকে চপ-চপে জল ছাড়া পথে কোনও বাধা থাকে না বটে। কিন্তু জোঁক বেরায় কিলবিলিয়ে। চতুর্দিকে চা-গাছের বাগান আর শিরীষগাছের জঙ্গল ভিজে ঢোল হয়ে জোঁক বুকে নিয়ে বসে থাকে। কখনও আশ্বিনের শেষ, কখনও বা কার্তিক অবধি ব্যাপারটা গড়ায়।

এখন তো বৈশাখ মাস। অনেক দিন পৃথিবীটা খটখটে। চা-বাগানের রাস্তায় গাড়ি চললেই মাথার চুল সাদা হয়ে যাবে। পেছনে তাকালে ছ্যাঁত করে ওঠে। যেন বিশাল ধুলোর ঝড় তেড়ে আসছে অন্ধকার করে। গুপি ড্রাইভার বলে জানলার কাঁ খোলা রাখতে। তাতে নাকি ধুলো গাড়িতে না জমে বেরিয়ে যায়। কিন্তু যুক্তিটা মোটেই ভালো লাগে না সায়নের।

জানালা দরজা বন্ধ করে গাড়িতে বসে থাকলেও একটা ধুলোটে বাতাস ঢুকে যায় ঠিকই, কিন্তু যেচে ওেই ধুলোর ঝড়টাকে ঢোকানোর কোনও মানে হয় না। সুপ্রকাশ কিন্তু গুপিকেই সমর্থন করেন। তিনি যখন গাড়িতে থাকেন, তখন জানলা বন্ধ হয় না। তা যাই হোক, চৈত্র মাস এলই সারা বাগানটা ধুলোয় ধুলোয় সাদা হয়ে যায়। জলবিহীন পাঁচ মাসের পর মাটি উড়তে থাকে যেন। যদিও এখানে গরম পড়ে না তেমন। তাতেই এই অবস্থা।

আরও দেখুনঃ
নির্বাসন pdf বই ডাউনলোড
পাগলা দাশু pdf বই ডাউনলোড

সায়নদের বাংলোটা সত্রিই সুন্দর। কাঠ আর সিমেন্ট মিলিয়ে দোতলা বাংলোটায় আধুনিক জীবনের সমস্ত আরামের ব্যবস্থা আছে। বিশাল, সুন্দর করে ছাঁটা, ঘাসের লনের পাশে কেয়ারি করা ফুলের বাগান। গেটে একজন পাহারাদার সবসময় মজুত। বাগান পেরিয়ে চকচকে বারান্দায় পা দিতেই চমৎকার বসবার চেয়ার-টেবিল নজরে আসবে। সবই চা-গাছ কেটে তৈরি। তাদের ডিজাইন হয়তো পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না।

সুপ্রকাশের আবিষ্কার ওই সব। বাংলোটায় আটখানা ঘর। সেগুলো দেখাশোনার ভার দুজন মানুসের ওপর। এই দুজনকেই সায়ন জ্ঞান হবার পর থেকে দেখছে। একজন বুধুয়া – বুড়ো, কালো, খানিকটা কুঁজো, সাদার চুলের খুব নরম মানুষ। অন্যজন বকুল। বকুলে বয়স মাঝারি। অন্যান্য মদেসিয়া শ্রমিক মহিলাদের থেকে পোশাক এবং সাজগোজে আলাদা। এতকাল ওর ওপরই ছিল সায়নের খাওয়া দাওয়া ইত্যাদির দায়িত্ব।

নিচে শয়তানের চোখ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

শয়তানের চোখ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ মন্ডল বুক হাউস
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 7.53 MB
প্রকাশ সালঃ 1964 ইং
বইয়ের লেখকঃ সমরেশ মজুমদার


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site