মর্নিং স্টার pdf বই ডাউনলোড । সন্ধ্যা নামছে মিশরে । হাজার হাজার বছর আগের কথা । নীলনদের তীরে এখন যাকে লাক্সর বা কার্নাক, প্র্রাচীন যুগের সেই বিশাল নগরী উয়াস্ট বা থিবি-র প্রাচীরের কাছে পৌঁছেছে মেস্ফিসের প্রশাসক কুমার আবির জাহাজ । বিশালদেহী আবির রং কাল। তার মা ঘৃণিত হিকসোস জাতির মেয়ে। মায়ের রং পেয়েছে আবি। বর্বর হিকসোসরা একবার মিশরের সিংহাসন দখল করে নিয়েছিল। সেই থেকে তারা ঘৃণিত ।
জাহাজের পাটাতনে সুদৃশ্য তাঁবুর নিচে বসে আছে আবি । দূরে ঊষর পাহাড়ী এলাকায় রাজাদের সমাধিসৌধের ওপর অগ্নিপিন্ডের মত জ্বলছে অস্তায়মান সূর্য ।সেদিকে আবির চোখ । পাশে দাঁড়িয়ে দুই দাসী চামর দোলাচ্ছে । আবির কর্কশ মুখের ভ্রূকূটি আর বিশাল কাল চোখে আগুন দেখে তারা বুঝতে পারছে ভয়ানক রেগে আছে সে ।
একটু পরে তারাও পেলো আগুনের উত্তাপ । পড়ন্ত সূযের আলোয় অপরূপ দেখাচ্ছে থিবি নগরীকে। সুউচ্চ মন্দির আর প্রাসাদশ্রেণী দেখে মুগ্ধ এক দাসী মুহূর্তের জন্য অন্যমনস্ক হলো। তার হাতের চামরের পালক আলতো করে ছুঁয়ে গের আবির চুল । সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে মেয়েটার কান বরাবর এক চড় কষিয়ে দিল আবি। পাটাতনের ওপর ছিটকে পড়ল মেয়েটা।
আরও দেখুনঃ আই লাভ ইউ, ম্যান ১ pdf বই ডাউনলোড শিশু পালন pdf বই ডাউনলোড
‘আনাড়ি বেড়াল!’ খেঁকিয়ে উঠল আবি । ‘ফের যদি এমন করিস , চাবকে তোর জামা পিঠে সেঁটে দেব।’
‘মাফ করে দিন, মহামহিম প্রভু,’কাঁদতে কাঁদতে বললো মেয়েটা, ‘হঠাৎ হয়ে গেছে। বাতাসে পাখা নড়ে গেছিল।’
‘আরও সাবধান না হলে চাবুক তুই এড়াতে পারবি না, মেরিত্রা । নাকি কান্না থামিয়ে এখন যা, জ্যোতিষি কাকুকে পাঠিয়ে দে । দুজনই যা । তোদের কুৎসিত মুখ দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি ।
উঠে দাড়ালো মেয়েটা । সঙ্গিনীকে নিয়ে এস্ত পায়ে চলে গেল নিচে নামবার সিড়িঁর দিকে । ‘আমাকে বলে বেড়াল! দাঁতে দাঁত চেপে বললো মেরিত্রা । আমি যদি বেড়াল হই তো প্রতিহিংসার দেবী বেড়ালমুখো সেখেত আমার ধর্ম-মা।
‘আমাদেরকে বলে কুৎসিত! ফুঁসে উঠলো আন্যজন । রাজসভার প্রত্যেকে আমাদের এত প্রশংসা করে, আর ও বলে কুৎসিত! কুমারে গিলে খাক কালো শুয়োরটাকে ।
নিচে মর্নিং স্টার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অনুবাদ বই বইয়ের সাইজঃ 6.02 MB প্রকাশ সালঃ 1991 ইং বইয়ের লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড অনুবাদঃ নিয়াজ মোরশেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন