পাগল বৈজ্ঞানিক pdf বই ডাউনলোড । উলঙ্গ ঠিক বলা যায় না ওকে। ছোট্ট একটা সাদা কাপড়ের ত্রিভুজ রয়েছে মেয়েটির পরনে। টু-পিস বিকিনির বাকি এক চিলতে সিল্ক দিয়ে কষে বাঁধা রয়েছে বুক। বিদ্যুৎবেগে ছুটে চলেছে সাদা কনভাটিবল স্পোর্টস কার। হাওয়ায় নিশানের মত উড়ছে লম্বা সোনালী চুল।
একহাতে স্টিয়ারিং ধরে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে মেয়েটা রাস্তার দিকে। এঁকে বেঁকে চলে গেছে পিচ-ঢালা রাস্তা ভূমধ্যসাগরের উত্তর তীর ঘেঁষে। পড়ন্ত বিকেলের মান রোদ পড়ে ঝিলমিলে সোনালী হয়ে গেছে সাগরের এক অংশ । নীরবে উড়ছে সী-গাল ঘুরে ঘুরে। শান্ত, সমাহিত, স্নিগ্ধ পরিবেশ।
ডানদিকে মোড় নিল গাড়িটা। সোজা সমুদ্রের দিকে চলে গেছে একটা ‘কব্জহয়ে’। ব্রিজটা ডিঙিয়েই দেখা গেল কলিনকে।
সিকি মাইল দূরে গার্ড-রেইলে হেলান দিয়ে ছিপ হাতে দাড়িয়ে ছিল কলিন, ঘাড় ফিরিয়ে সাদা কনভার্টিবলটাকে দেখল। মৃদু হাসি ফুটে উঠল ওর ঠোটে। মেয়েটার দিকে হাত নেড়ে রীল ঘুরিয়ে তুলে ফেলল বড়শী, ছিপটাকে রেলিঙের গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাস্তার দিকে এগিয়ে এল কয়েক পা।
গাড়ির গতি কমিয়ে ডান হাতটা ঠোটে ঠেকিয়ে একটা উড়ন্ত চুম্বন উপহার দিল মেয়েটি ওকে। প্রাথমিক দু’য়েকটা কথার পর নামবে ওরা সাগরে। মনের সুখে সাঁতার কেটে উঠে আসবে বালুকা বেলায়। তারপর কি ঘটবে ভাবতে গিয়ে আরও একটু বিস্তৃত হলো কলিনের মুখের হাসি। আরও এক পা এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল সে।
আরও দেখুনঃ অদৃশ্য শত্রু pdf বই ডাউনলোড গুপ্তহত্যা pdf বই ডাউনলোড
ও কি! হঠাৎ বেড়ে গেল কেন গাড়ির গতি!
সগর্জনে ছুটে আসছে কনভার্টিবল সোজা ওর দিকে। মুহুর্তে মিলিয়ে গেল ওর মুখের হাসি হাসি ভাবটা, পরমুহুর্তে ফুটে উঠল তীব্র আতঙ্ক। পিছাতে গিয়ে হোঁচট খেল সে। বুকের ওপর উঠে এল গাড়িটা। ভয়ে কুঁকড়ে বসে পড়েছে কলিন। দড়াম করে সামনের বাম্পারের সঙ্গে ধাক্কা খেল ওর বুকটা।
ছিটকে গিয়ে পড়ল সে গার্ড-রেইলের উপর। প্রাণপণে স্টিয়ারিং ঘােরাল মেয়েটা শেষ মুহূর্তে। গার্ড-রেইলের সঙ্গে প্রেমিকের দেহটা থেঁতলে পিষে দিয়ে এগিয়ে গেল কয়েক গজ। জোরে ব্রেক কষে থামাল গাড়িটা। চিঁ হিঁ হিঁ আওয়াজ তুলল টায়ারগুলো পিচের ওপর দিয়ে গজ দুয়েক হেঁচড়ে যাওয়ায়।
নিচে পাগল বৈজ্ঞানিক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 6.75 MB প্রকাশ সালঃ 1976 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন