Sunday, October 19, 2025
HomeUncategorizedতিন শত্রু pdf বই ডাউনলোড

তিন শত্রু pdf বই ডাউনলোড

তিন শত্রু pdf বই ডাউনলোড । সুন্দর রঙ! ডিম্বাকৃতি কাঁচের জানালার পর্দাটা সরিয়েই মুগ্ধ হলো মাসুদ রানা। ছোট্ট লিভার চেপে সীটটা টিল্ট করে নিয়ে আরাম করে বসল হেলান দিয়ে। নিউজউইকটা পেটের উপর উপুড় করা।

চারদিক লালে লাল। লালেরই কত বাহার! কোথাও ফিকে হতে হতে গোলাপী, কোথাও সিঁদুরের মত টকটকে কোথাও গাঢ় হতে হতে কালচে। উপরে, নিচে, ডাইনে, বাঁয়ে, সামনে। হঠাৎ করে মনে হয় চারদিকে আগুন জ্বলছে বুঝি।

আরও দেখুনঃ
রক্তের রঙ pdf বই ডাউনলোড
পিশাচ দ্বীপ pdf বই ডাউনলোড

ভয়ঙ্কর। এবং সুন্দর।
সাদা মেঘের গায়ে আবীর ছিটিয়ে অদৃশ্য হয়েছ সূর্যদেব।
মেঘ ফুঁড়ে নেমে এল বাংলাদেশ বিমান। নিচে এখন গঙ্গা। নৌকা, লঞ্চ, স্টীমার-বাচ্চাছেলের ছোটবড় খেলনা যেন বস, ছবির মত। হাওড়ার ব্রিজ পেরোচ্ছে একটা খেলনা ট্রেন।

গঙ্গার পুব তীরে কোলকাতা মহনগরী। ইডেন গার্ডেনের উপর এখন ওরা। তারপর ফোর্ট উইলিয়াম, গড়ের মাঠ, রেসকোর্সের উপর দিয়ে চক্কোর দিয়ে দক্ষিণ-পূর্ব কোলকাতাটা দেখে নিয়ে চলেছে উত্তার দিকে। সাঁ সাঁ নেমে আসছে বাজপাখীর মত।
দমদম।

রানওয়েতে চাাক ঠেকতেই আরও জোরে গর্জে উঠল ইঞ্জিন। সীটবেল্ট খুলে প্রস্তুত হচ্ছে যাত্রীরা। জ্বলজ্ল করছে রাল হরফেল নো স্মোকিং সাইন।
সবার সাথে নেমে এল রানা সবাই কাস্টমসের হাত গলে বাইরে বোরেবার জন্যে ব্যাগ্র। কেউ লক্ষ করছে না ওকে।

বাইরে বেরাতেই একগাল হাসিমুখে পথরোধ করল ইয়া এক শিখ। রানার লম্বা চুল, ভারী গোঁফ, আর ঠোঁট পর্যন্ত লম্বা পুরু জুলফি দেখেই ভক্তি এসে গেছে শিখ ড্রাইভারের। পাওয়া গেছে মাল। কড়ায় গণ্ডায় হিসেব করবার লোক এরা নয়।

নভেম্বর। সন্ধ্যা নামছে। আবছা কুয়াশার জাল।
ট্যাক্সিতে উঠে একটা সিগারেট ধরাল রানা। বলল, ‘হোটেল কাসমহল।’

ভুরু কুঁচুকে উঠল শিখ ড্রাইবারের। গাবার্ডিনের সাদা স্যুট, দামী টাই, চকচকে হাই-হিল জুতো দেখে ভেবেছিল সেরা কোন হোটেলে উঠবে বাবু। হোটেলের নাম শুনে বেশ খানিকটা দমে গেছে মন-বকশিশ মিলবে না বোধ হয়। নিজের কপালকে গোটা দুয়েক পাঞ্জাবী গালি দিয়ে মন দিল গাড়ি চালনায়।

চিত্তরঞ্জন এভিনিউ ধরে ছুটছে ট্যাক্সি। সন্ধ্যা নামতেই সেজে বসেছে মহানগরী। সারি সারি দোকানে নিয়ন বাতির চোখ ধাঁধানো আলো। অসংখ্য নারী-পুরুষ কেনাকাটা করছে।

নিচে তিন শত্রু pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

তিন শত্রু pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 3.48 MB
প্রকাশ সালঃ 1974 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site