Sunday, October 19, 2025
Homeএডভেঞ্চারগুপ্তহত্যা pdf বই ডাউনলোড

গুপ্তহত্যা pdf বই ডাউনলোড

গুপ্তহত্যা pdf বই ডাউনলোড । পালারমো বন্দর। সিসিলির প্রাণকেন্দ্র। উৎসবের ধুম পড়েছে আজ। মার্ডি গ্রাস। খ্রিস্টানদের এই গুরুগম্ভীর বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান তার বিশেষ অর্থ ও উদ্দেশ্য হারিয়ে ফেলেছে এই বন্দরে। উৎসবের বন্যায় ভেসে যাচ্ছে গোটা নগরী। খেপে উঠেছে সবাই।

মহাফুর্তি। অসংখ্য রঙচঙে সুসজ্জিত স্টীমার, লঞ্চ, নৌকো দুলছে সাগলে ঢেউয়ের দোলায়। তাতে গিজগিজে ঠাসা হরেক সাজে বিচিত্র পোশাকে রঙিন নারী-পুরুষ। রাসতআঅয় রাস্তায় চলেছে নাচ, গান, হৈ-হল্লা। উৎসবে মত্ত আজ সবাই। বান ডেকেছে আনন্দের।

অদ্ভুত সব মুখোশ এঁটেছে নারী-পুরুষ সবাই। এই সময় কে কার হাত ধরে কোনদিকে চলে ছে সব গোলমাল হয়ে যায়। একবার হাত চুটে গেলে আর চিনবার উপায় নেই। এই দিনে চিনবার খুব একটা আগ্রহও দেখা যায় না কারও মধ্যে-সবাই চায় হারিয়ে যেতে, বিন্দুর মত মিশে যেতে জন-সিন্ধুতে। প্রায়ই এরকম-সদ্য পরিচিতা সঙ্গিনীকে রাজি করিয়ে নির্জনে নিয়ে গিয়ে মুখোশ খুলেই চমকে উঠেছে পুরুষ। নিজেরই স্ত্রী!

গ্রীষ্মকালে এই বন্দরের চেহারা অন্য রকম। তখন আসবে হাজার হাজার সস্তাদের ট্যুরিস্ট। তেতে ওঠা বালিতে শুয়ে বাদামী করে নেবে গায়ের রঙ সব কটা হোটেল ভরে যাবে। পিলপিল করে হেঁটে বেড়াবে সবখানে। অনর্গল ফটো তুলবে, পিকচার কার্ড ফেলবে ডাকবাক্সে, পাঁউরুটি-ডিম-চায়ের জন্যে হাঁকডাক করবে, ঝগড়া করবে, আর ঘর্মাক্ত কলেবলে হাঁই হাঁই করে ঘুরে বেড়াবে সর্বত্র, পাছে কিছু দেখতে বাকি থেকে যায়। চুটকি রেমান্স হবে প্রচুর, খুন-খারাবিও হবে দু’চারটে। তখনকার অবস্থা আলাদা।

আরও দেখুনঃ
রক্তের রঙ pdf বই ডাউনলোড
পিশাচ দ্বীপ pdf বই ডাউনলোড

কিন্তু এই সময়টাতে, নরম রোদ সবে যখন তেতে উঠেছে, ভূমধ্যসাগরের বালুকা বেলায় রোদ পোহাতে আসে আরেক জাতের ট্যুরিস্টদের দল। সাধারণ চলতি অর্থে ট্যুরিস্ট নয় এরা। কাঁধে ব্যাকস্যাক ঝুলানো পরিব্রাজকের চিত্রটা মন থেকে মুছে ফেলুন। মস্ত বড়লোক এরা। ট্যুরিস্ট মনে করলে আঁৎকে উঠবে, এমনি সব লোক। প্রতি বছরই আসে ওরা এই সময়ে।

বন্দরে নোঙর করা ঝকঝকে চকচকে ছোটবড় হরেক আকৃতির অসংখ্য ব্যক্তিগত স্কুনার আর ইয়টের দিকে এক নজর চাইলেই বোঝা যাবে কি পরিমাণ টাকার মালিক আসে এখানে বছরের এই সময়ে। টাকার মিস্টি গন্ধে মউ মউ করে গোটা পালারমো। কোটিপতিদের হাট বসেছে যেন।

নিচে গুপ্তহত্যা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

গুপ্তহত্যা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ সেবা প্রকাশনী
বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ
বইয়ের সাইজঃ 3.43 MB
প্রকাশ সালঃ 1974 ইং
বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site