রক্তের রঙ pdf বই ডাউনলোড । জলকল্লোল। সাঁঝ হয়ে আসছে। একা। ডেকে বসে নিজের একাকীত্বকে অদ্ভুত নিবিড়ভাবে অনুভব করছে রানা। সূর্যাস্ত দেখে সবসময় কেমন যেন বিষাদে ছেয়ে যায় ওর মন। একা থাকলে আরও। একটা দিন খসে গেল রানার জীবন থেকে আরও একটা দিন।
বড় অসহায়, ক্ষুদ্র মনে হয় নিজেকে। বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল বিপুল আয়োজনের মধ্যে ওর স্থান কোথায়, মূল্যই বা কি? অথচ নিজেকে কত বড় করে দেখতে ভালবাসে মানুষ। সব অর্থহীন, সব ঝুটা’।
ছোট্ট অ্যালিসক্যাফোর (ইয়ট) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম অ্যালয়ের তৈরি খোলের গায়ে মৃদু চাপড় দিচ্ছে বঙ্গোপসাগরের ঢেউ-কুল কুল ছলাৎ।
স্পীড বাইশ নট।
বিকেল থেকে সামান্য হাওয়া দিয়েছে উত্তর-পশ্চিম থেকে। সামান্য হাওয়াতেই চারফুটি ঢেউয়ের মাথায় সাদা ফেনা উঠে গেছে। রাতে ফসফরাসের আলো জ্বলবে সারা সমুদ্র জুড়ে। বেশ লাগবে দেখতে।
রোল করছে ইয়টটা-ভালই লাগছে রানার। আলস্য আসছে দোল দোল দুলুনিতে।
টুইন ব্রাউন-বেভারি টার্বো সুপারচার্জার ফিট করা ফোরস্ট্রোক ডেইমলার বেজ ডিজেল ইঞ্জিনের মৃদু-গম্ভীর গর্জন, ঢেউয়ের ছল-ছলাৎ অবিরাম কলধ্বনি। আর সব চুপ। আশপাশ্নে দুশাে মাইলের মধ্যে একটি জনমানুষ নেই। একা।
আরও দেখুনঃ পিশাচ দ্বীপ pdf বই ডাউনলোড বিদেশী গুপ্তচর ২ pdf বই ডাউনলোড
বিশাল সমুদ্রের বুকে রানা একা। চারদিকে যতদূর চোখ যায়, শুধু জল। সামুদ্রিক সোদা গন্ধ। ঢেউ। দূর সমুদ্রে হালকা কুয়াশার আভাস।
শীত শীত করছে ঠাণ্ডা হাওয়ায়। জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিল রানা।
হাওয়াটা বাড়বে নাকি আবার? আকাশের দিকে চাইল রানা। বোক যাচ্ছে না ঠিক। অবশ্য ভয়ের কিছুই নেই। লিওপান্ডে রডরিক্সের তৈরি ইয়ট। ডোবেনি আজ পর্যন্ত-তা সে যত বড় ঝড়ই উঠুক। তাছাড়া ব্যালাস্ট’-এর কাজ করবে ইয়টের হান্ডে ঠাসা কয়েক টন অস্ত্রশস্ত্র আর গোলা বারুদের বাক্স। তাছাড়া বাংকারভর্তি আছে ডিজেল-চিন্তা কি?
ব্ল্যাক ডগের বোঁতল থেকে আরও দু’আউন্স তরল পদার্থ ঢালল রানা গ্লাসে। বরফ তুলে নিল কয়েক টুকরো। মনে মনে ধন্যবাদ দিল সোহেলকে। শালা ভোলেনি। এত অল্প সময়ে সবকিছু জোগাড়-যন্ত্র ব্যবস্থা করতেই জান বেরিয়ে যাবার কথা, এরই মধ্যে এক বোতাল ব্ল্যাক ডগ ম্যানেজ করে দিয়েছে ও বুদ্ধি করে। এটা চাড় মুশকিলই হয়ে যেত রানানর সময় কাটানো। অদ্ভুত নিঃসঙ্গ বোধ করছে সে, দম আটকে আসতে চাইছে থেকে থেকে। একেবারে একা।
নিচে রক্তের রঙ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 8.62 MB প্রকাশ সালঃ 1999 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন