উতল হাওয়া pdf বই ডাউনলোড । মেট্রিকপরীক্ষার ফরম পুরণ করে জমা দেবার পর বাংলার মাস্টার চারফুট এক ইঞ্চি বেড়ালচোখি দ্য ভিঞ্চি কল্যাণী পাল বলে দিলেন তোমার পরীক্ষা দেওয়া হবে না। কী কারণ, না তোমার বয়স কম, চৌদ্দ বছরে পরীক্ষায় বসা যায় না,পনেরো লাগে। তা হঠাৎ করে পুরো এক বছর আমি যোগাড় করি কোত্থেকে?
মন খারাপ করে বাড়ি ফিরে সবাইকে জানিয়ে দিলাম এবছর আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? বয়স কম বলে হচ্ছে না। বয়স বেশি বলে তো শুনি অনেক কিছু হয় না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয় না, চাকরি বাকরি হয় না –মা ভাবতে বসেন। তা হয়ত হয় না কিন্তু মেট্রিক উল্টো –বয়স কম তো ভাগো,বাড়িতে বসে বয়স বাড়াও, ষোল হলে পরে এসো পরীক্ষায় বসতে।
সন্ধের দিকে মা এশার নামাজ পড়ে দু রাকাত নফল নামাজও পড়লেন, আল্লাহর দরবারে মাথা নুয়ে চোখের জল নাকের জল ফেলতে ফেলতে জানালেন তাঁর কন্যার এবার পরীক্ষা দেওয়া হচ্ছে না, কিন্তু আল্লাহতায়ালা চাইলে বয়সের এই বিশ্রি বিপদ থেকে কন্যাকে উদ্ধার করতে পারেন এবং ভালয় ভালয় পরীক্ষা দেওয়াতে এবং ভালয় ভালয় পাশ করাতে পারেন।
আমার মেয়েবেলা ২য় খন্ড
আল্লাহতায়ালা আমাকে কতটুকু উদ্ধার করেছিলেন জানি না, তবে বাবা করেছিলেন, তিনি পরদিনই আমার ইশকুলে গিয়ে আমার ফরমে বাষট্টি সাল কেটে একষট্টি বসিয়ে দিয়ে আমাকে জানিয়ে দিলেন এহন থেইকা যেন পড়ার টিবিলের চেয়ারে জিগাইরা আঠা লাগাইয়া বইসা যাই, আড্ডবাজি আর শয়তানি পুরাপুরি বন্ধ কইরা ঠাইসা লেখাপড়া কইরা যেন মেট্রিকে চাইরটা লেটার লইয়া ফাস্ট ডিভিশন পাই,না পাইলে, সোজা কথা, বাড়ি থেইকা ঘাড় ধইরা বাইর কইরা দিবেন।
আরও দেখুনঃ উত্তরাধিকার pdf বই ডাউনলোড দুর্গম দুর্গ pdf বই ডাউনলোড
বয়স এক বছর বাড়াতে হয়েছে আমার,কচি খুকি আমি বড়দের সঙ্গে বসে পরীক্ষা দেব,আমার খুশি আর ধরে না। আমার সেই খুশি মাটি করে দিয়ে দাদা বললেন কেডা কইছে তর জন্ম বাষট্টিতে?
বাবা কইছে।
হুদাই। বাবা তোর বয়স কমাই দিছিল।
তাহলে একষট্টি সালেই আমার জন্ম?
একষট্টি না, তর জন্ম ষাইট সালে। মনে আছে চৌদ্দই আগষ্ট পাকিস্তানের স্বধীনতা দিবসে সার্কিট হাউজে কুচকাওয়াজ দেখলাম। তার পর পরই তুই হইছস।
ছোটদা লুঙ্গির গিঁট বাঁধতে বাঁধতে কালো মাড়ি প্রসারিত করে বললেন দাদা তুমি কি কও,ষাইট সালে ওর জন্ম হইব কেন? ও তো ফিফটি নাইনে হয়ছে।
আমি চুচসে যাই। মাকে গিরে ধরি আমার সত্যকার জন্মের সালডা কও তো!
নিচে উতল হাওয়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিপলস বুক সোসাইটি বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 2.45 MB প্রকাশ সালঃ 2002 ইং বইয়ের লেখকঃ তাসলিমা নাসরিন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন