বিস্মরণ pdf বই ডাউনলোড । ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্, ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্।কু…উ…উ মনটা পালাই পালাই করছিল। ভাল লাগল না রানার কাছে কলম্বো। প্রকাণ্ড সব অট্টালিকা, প্রশস্ত সব রাজপথ, লোকে লোকারণ্য বাজার। দু’দিনেই হাঁপিয়ে উঠল সে। বন্দরেরে সার্বক্ষণিক কর্মব্যস্ততা থেকে পালিয়ে তাই চলেছে রানা জিরিয়ে নিয়ে কর্ণগাল, অনুরাধাপুর হয়ে চলে যাবে জাফনা কিংবা মান্নার।
তারপর যাবে ঈস্টার্ন প্রভিন্সের ট্রিঙ্কোমালি, বাটিকালোয়। যদি ভাল না লাগে সাউদার্ন প্রভিন্সের গল-এ গিয়ে কাটিয়ে আসবে ক’দিন। পৃথিবীর শ্রেষ্ঠ ক্যাসিনো দেখার ইচ্ছে ছিল-দেখে নেবে এবার। মন যা চায় তাই করবে সে এই একমাস। ছুটি।
ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক, ঝিক্ ঝিক্ ঝিক্ ঝিক্। কু…উ…উ
পূর্ণবেগে ছুটে চলেছে ট্রেন। ব্রডগজ লাইন-প্রাইন খুলে স্পীড তুলেছে ড্রাইবার। হেনারাতগোদা, পল্ পাহাবেলা ছাড়িয়ে পুব দিকে চলেছে এবার্রেন। বাইরে সবুজের সমারোহ। ফার্স্ট ক্লাস কামরার এক কোণে নরম গদিতে হেলান দিয়ে বসে ট্রেওনের দোলায় দুলছে রানা, আর তাকিয়ে আছে বাইরের প্রাকৃতিক দৃশ্যের দিকে।
কখনও জঙ্গল, কখনও চা বাগান, কখনও রাবার গাছেরসারিত, আবার কখনও মাঠভর্তি সবুজ ধান দুলে উঠচে হাওয়া লেগে। সারাটা দেশ জুড়ে বিচ্ছিনভাবে অসংখ্য নারকেল গাছ দাঁড়িয়ে আছে একপায়ে। নিঃসঙ্গ।
এবার ধীরে ধীরে উঁচুতে উঠছে ট্রেন। মাঝে মাঝে উঁচু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, কোথাও গভীর খঅদ, কোথঅও উচ্ছল ঝর্ণা, কোথাও ছোট্ট জলপ্রপাত।কখনওবা ট্রেন চলেছে টানেলের মধ্য দিয়ে। অপূর্ব সব দৃশ্য।
আরও দেখুনঃ সাগর সঙ্গম pdf বই ডাউনলোড শত্রু ভয়ঙ্কর pdf বই ডাউনলোড
রানা ভাবছে, সত্যিই হাঁপিয়ে উঠেছে সে। বিশ্রাম দরকার। এবারের ছুটিতে দেহমন থেকে সমস্ত গ্লানি, সমস্ত কালিমা মুছে ফেলতে হবে। অনেক, অনেক মানুষের রক্ত লেগে গেছে ওর হাতে। মানুষের জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলা খেলেছে সে।
হুকুমের চাকর মনে করে নিজেকে যতই ভুলিয়ে রাখবার চেষ্টা করুক না কেন, কর্তব্য ই কর্তব্য বলে যতই প্রবোধ দিক মনকে, যতই ভাবুক এসব কথা ভাবব না-অনেক দিন থেকে ধীরে ধীরে জমেছে এই কালিমা। হাঁপিয়ে তুলেছে রানাকে। নিজেকে ভিখিরির ছেঁড়া, নোংরা, দুর্গন্ধযুক্ত কাঁথার মত মনে হচ্ছে ওর।
হত্যাকে ঘৃণা করে রানা। বেশির ভাগ ক্ষেত্রেই ‘হয় মারো, নয় মরো’ অবস্থা বাধ্য করেছে ওকে নরহত্যায়।
নিচে বিস্মরণ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 9.45 MB প্রকাশ সালঃ 1968 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন