ক্রোমিয়াম অরণ্য pdf বই ডাউনলোড । ক্রোমিয়াম দেয়ালে হেলান দিয়ে আমি স্থির চোখে সামনে তাকিয়েছিলাম। যতদূর চোখ যায় ততদূর এক বিশাল বিস্তৃত ধ্বংসস্তুপ নিথর হয়ে পড়ে আছে। প্রাণহীন শুস্ক নিষ্করুণ ভয়ংকর একটি ধবংসস্তুপ। শুধুমাত্র মানুষই একটি সভ্যতাকে এত যত্ন করে গড়ে তুলে তাকে আবার এত নিখুঁতভাবে সেটি ধ্বংস করতে পারে। শুধুমাত্র মানুষ।
বেলা ডুবে গেলে আমি ধ্বসে যাওয়া ভাঙ্গা কংক্রীটের সিঁড়ি বেয়ে উপরে উঠে। ক্রোমিয়ামের এই দেয়ালে হেলান দিয়ে বসে থাকি। পৃথিবীর বাতাস পুরোপুরি দূষিত হয়ে গেছে, অসংখ্য ধূলিকনায় সারা আকাশে একটি ঘোলাটে রং, সূর্য ডুবে যাবার আগে সুর্যালোক বিচ্ছুরিত হয়ে হঠাৎ কিছুক্ষনের জন্যে আকাশে বিচিত্র একটি রং খেলা করতে থাকে।
আরও দেখুনঃ দানব জাফর ইকবাল pdf বই ডাউনলোড ইরন জাফর ইকবাল pdf বই ডাউনলোড
সেই অপার্থিব আলোতে সামনের আদিগন্ত বিস্তৃত ভয়াবহ এই ধ্বংস্তুপকে কেমন যেন রহস্যময় দেখায়। দীর্ঘ সময় এক দৃষ্টে তাকিয়ে থাকলে হঠাৎ এই প্রাণহীন ধ্বংসস্তুপকে একটি জীবন্ত প্রাণীর মত মনে হতে থাকে। মনে হয় এক্ষুনি যেন সেটি গা ঝাড়া দিয়ে উঠে দাড়াবে। আমি এক ধরনের অসুস্থ কৌতুহল নিয়ে তাকিয়ে থাকি, কিছুতেই চোখ ফেরাতে পারি না।
সূর্য ডুবে যাবার পর হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায়। তখন আর এখানে থাকা নিরাপদ নয়। পারমানবিক বিস্ফোরণে পৃথিবীর যাবতীয় প্রাণী ধ্বংস হয়ে গেছে, বেঁচে আছে কিছু বিষাক্ত বৃশ্চিক এবং কুৎসিত সরীসৃপ। রাতের অন্ধকারে তারা জঞ্জালের ভিতর থেকে বের হয়ে আসতে শুরু করে। আমি নেমে যাবার জন্যে উঠে দাড়ালাম ঠিক তখন নীচে থেকে রাইনুক নীচু স্বরে ডাকল, কুশান, তুমি কি উপরে ?
এটি আমাদের বসতির নির্জন অংশটুক, এখানে আশে পাশে কেউ নেই, নীচ গলায় কথা বলার কোন প্রয়োজন নেই। কিন্তু তবুও সবাই নীচু গলায় কথা বলে। সবার ভিতরে সব সময় কেমন এক ধরনের অস্পষ্ট আতংক, কারণটি কে জানে। আমিও নীচু গলায় বললাম, হ্যাঁ রাইনুক, আমি এখানে।
নীচে নেমে আস।
আসছি।
আমি আবছা অন্ধকারে সাবধঅনে পা ফেলে নীচে নেমে আসতে আসতে বললাম, তুমি কেমন করে জান আমি এখানে?
তোমার ঘরে গিয়েছিলাম। ক্রিশি বলেছে।
নিচে ক্রোমিয়াম অরণ্য pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সময় প্রকাশন বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 15.2 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মোহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন