আ টেল অভ থ্রি লায়ন্স pdf বই ডাউনলোড । পরিচিতরা সবাই জানেন , খুবই অতিথিবৎসল মানুষ স্যার হেনরি কার্টিস । এখন শিকারেরর যে কাহিনি আমি বলতে যাচ্ছি , তা তার ইয়ার্কশায়ারের আমন্ত্রিত হয়ে জেনেছি ।
যারা এ কাহিনী পড়বেন , তাদের অনেকেই নিঃসন্দেহে একটা গুজব শুনেছেন – স্যার কার্টিস তার বন্ধু গুড আফ্রিকার গহন গভির বিপদঙ্কল এলাকায় অভিযানে গিয়ে প্রচুর হিরে পেয়েছেন । হিরে গুলো ছিল রাজা সলোমন অথবা তার আগের কোনও নৃপতির । খবরটা পত্রিকায় পড়ে তার পরদিনই রওনা হয়ে গিয়েছিলাম ইয়র্কশায়ারে । ওখানে যখন পৌছালাম , ততক্ষনে কৌতূহলে হয়ে উঠেছি অধির ।
হাজারো বছরের প্রাচীন গুপ্তধনের সংবাদ পেলে কেই বা উত্তেজিত না হয় ! স্যার কার্টিসের হলে পৌছাবার পর দেরী না করে তাকে হিরের ব্যাপারে জিজ্ঞাসা করলাম । ঘঠণার সত্যতা অস্বীকার করলেন না তিনি । তবে খানিক চাপা চাপি করবার পরেও কিছু বললেন না ।
আরও দেখুনঃ আধ ডজন স্কুল pdf বই ডাউনলোড আমার বন্ধু রাশেদ pdf বই ডাউনলোড
মূখ খুললেন না ক্যাপটেন গুডও , এড়িয়ে গেলেন স্যার কার্টিসের বাঢ়িতে অতিথি হিসাবে উপস্থিত আছে তিনিও । আমার কথা বিশ্বাস করবেন না আপনিও প্রাণ খোলা হাসি হাসলেন স্যার কার্টিস । আমাদের শিকারি কোয়াটারমেইন আসুন, তার আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে ।
আফ্রিকার থেকে আসবেন তিনি , আজ রাতেই পৌছুবেন । তিনি পৌছুনের আগে গুড বা আমি মূখ খূলবো না । সর্বক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তিনি । আসলে তিনি না থাকলে প্রাণে বেচে ওখান থেকে ফিরতেই পারতাম না আমরা ।
সময় হয়ে এসেছে , একটু পরেই তার আসবার কথা । আর কিছু বলতে রাজি নন তিনি । আরও বেশ কয়েকজন হাজির আছেন । কৌতূহল চেপে রাখতে হলো তাদেরও । মহিলাদের কয়েকজন তো রীতিমতো হাঁসফাঁস করছেন । ডিনারের আগে যখন ক্যাপটেন গুড ড্রইং রুমে পঞ্চাশ ক্যারেটের বিরাট একটা আকাটা হিরে দেখালেন , তখন তাদের চেহারা হলো , তা জিবনেও ভুলতে পারবো না । ক্যাপটেন গুড বললেন এরচেয়েও বড় হিরেও আছে তাদের কাছে । মহিলাদের চেহারায় একই সঙ্গে কৌতূহল আর ঈর্ষার ছাপ এতো প্রকট ভাবে আগে কখনও দেখিনি ।
নিচে আ টেল অভ থ্রি লায়ন্স pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 5.14 MB প্রকাশ সালঃ 2007 ইং বইয়ের লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড অনুবাদকঃ কাজী মায়মুর হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন