ডিসেপশন পয়েন্ট pdf বই ডাউনলোড । মৃত্যু এই অভিশপ্ত জায়গায় অসংখ্যভাবে আসতে পারে। ভূ-তত্ববিদ চার্লস ব্রফি বন্য এই জায়গাটি বহু বছর ধরে সহ্য করে তোলে নি এই বন্য পরিবেশ।
ব্রফির ভূ-তত্ব পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির স্লেড গাড়িটার চারটার হাসকি কুকুর তুন্দ্রা অঞ্চল দিয়ে যাবার সময় আচমকাই আকাশের দিকে মুখ তুলে তাকালো।
”কি হয়েছে ছুকরিা?” স্লেড থেকে নেমে জিঞ্জেসকরলো ব্রফি।
ঘন মেগের ওপাশে একটি দু’পাখাওয়ালা পরিবহন হেলিকপ্টার নেমে আসছে। এটা অদ্ভত, ভাবলো সে। ব্রফি এই সর্ব দক্ষিণে কোনোদিন কোনো হেলিকপ্টার িনামতে দেখিনি। কপ্টারটা পঞ্চাশ গজ দূরে নামলে বাতাসের চোটে তুষারগুড়ো চারদিকে উড়ে বেড়ালো।ভড়কে গিয়ে ঘোৎ করে উঠলো কুকুরগুলো।
কপ্টারের দরজা খুলে বের হয়ে এলো দুজন লোক। পুরোপুরি সাদা চামঢ়ার পোশাক পরা আর তাদের হাতে অস্ত্র, ব্রাফির দিকেই তাড়াহুড়ো করে এগিয়ে আসছে লোকগুলে।
”ডক্টর ব্রফি?” একজন বললো।
বিস্মিত হলো ভূ-তত্ববিদ। ”আপনারা আমার নাম জানলেন খীভাবে? আপনারা কারা?”
”আপনার রেডিওটা বের করুন, প্লিজ।”
”কী বললেন?”
” যা বলছি তাই করুন ।”
অবাক হয়ে ব্রফি তার পার্কা সোয়েটারের পকেট থেকে রেডিওটা বের করলো।
”আমরা চাই আপনি এক্ষুনি একটি জরুরি বার্তা পাঠাবেন। আপনার রেডিও ফ্রিকোয়েন্সি একশো কিলোহার্জে কমিয়ে আনুন।”
একশো কিলোহার্জ? ব্রাফি একেবারেই হতভম্ব হয়ে গেল। এত নিচু ফ্রিকোয়েন্সিতে কারো পক্ষে তো যোগাযোগ করা সম্ভব নয়। “কোনো দুর্ঘটনা কি হয়েছে?”
দ্বিতীয় ব্যক্তি তার রাইফেল বফ্রির মাথার দিকে তাক করলো । ব্যাখ্যা করার সময় আমাদের নেই । যা বলছি তাই করুন।”
আরও দেখুনঃ ত্বকের বিভিন্ন রোগ pdf বই ডাউনলোড চোখের উচ্চচাপ গ্লুকোমা pdf বই ডাউনলোড
কাঁপতে কাঁপতে ট্রান্সজিস্টারটা ঠিক করে নিলো ব্রফি। প্রথম লোকটি এবার ছোট একটা কাগজ বাড়িয়ে দিলো তার দিকে , তাতে কিছু কথা টাইপ করা আছে। “এই কথাগুলো ট্রান্সমিট করুন। এক্ষুণি”
ব্রাফি কাগজটার দিকে তাকালো , ”আমি বুঝতে পারছি না। এই তথ্যটা সত্য নয়। আমি এটা ট্রান্সমিট করতে পারবো না”
ভূ-তত্ববিদের মাথায় রাইফেল দিয়ে চাপ দিলেঅ লোকটি। বার্তাটা ট্রান্সমিট করার সময় কাঁপতে শুরু করলো ব্রফির কন্ঠ।
” ঠিক আছে,”প্রথম লোকটি বললো । “এবার আপনি এবং আপনার কুকুরসহ কপ্টারে উঠে পড়ুন।”
নিচে ডিসেপশন পয়েন্ট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাতিঘর প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার বইয়ের সাইজঃ 2.33 MB প্রকাশ সালঃ 2006 ইং বইয়ের লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদঃ মোঃ নাজিম উদ্দিন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন