Sunday, October 19, 2025
Homeউপন্যাসধাত্রী দেবতা pdf বই ডাউনলোড

ধাত্রী দেবতা pdf বই ডাউনলোড

ধাত্রী দেবতা pdf বই ডাউনলোড । বাংলা দেশের কৃষ্ণাভ কোমল উর্বর ভূমি-প্রকৃতি বর্তমান বেহারের প্রান্তভাগে বীরভুমে আসিয়া অকস্মাত রূপান্তর গ্রহন করিয়াছে। রাজরাজেশ্বরী অন্নপূর্ণা ষড়ৈশ্বর্ষ পরিত্যাগ করিয়া যেন ভৈরবীবেশে তপশ্চর্যায় মগ্ন।

অমসতল গৈরিকবর্ণের প্রান্তর তরঙ্গায়িত ভঙ্গীতে দিগন্তের নীলের মধ্যে বিলুপ্ত হইয়া গিয়াছে ; মধ্যে মধ্যে বনফুল আর খৈরিকাঁটার গুল্ম বড় গাছের মধ্যে দীর্ঘ তালগাছ তপস্বিনীর শীর্ণ বাহুর মত ঊর্ধ্ব লোকে প্রসারিত। বীরভূমের দক্ষিণাংশের বক্রেশ্বর ও কোপাই – দুইটি নদী মিলিত হইয়া কুয়ে নাম লইয়া মুর্শিদাবাদে প্রবেশ করিয়া ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছে।

এই কুয়ের পলি মাটির সুবিধা গ্রহণ করিয়াই লাঘাটা বন্দরের বাঁরুজ্জে-বাড়ির সাত-আনির মালিক কৃষ্ণদ্সবাবু দেবীবাগ নামে শখের বাগানখানা তৈয়ারী করিয়াছিলেন। নানা প্রকার ফল ও ফুলের গাছগুলি পরিচর্যায় ও চরভূমির উর্বরতার সতেজ পুষ্টিতে বেশ ঘন হইয়া বিাড়িয়া উঠিয়াছে।

আরও দেখুনঃ
ত্বকের বিভিন্ন রোগ pdf বই ডাউনলোড
ডিসেপশন পয়েন্ট pdf বই ডাউনলোড

বাগানের মধ্যে একটি পাকা কালীমন্দির , একটি মেটে দুই-কুঠরি বাংলো-ঘর , একখানি রান্নঘর ; মধ্যে মধ্যে ছায়াঘন গাছের তলায় বসিবার জন্য পাকা আসনও কৃষ্ণদ্সবাবু তৈয়ারী করাইয়াছিলেন; কিন্তু তাঁহার অকালমৃত্যুতে গ্রাম হইতে এই নির্জনে বাগানের শোভা ও সুখভ উপভোগ করিবার মত বয়স্ক উত্তরাধিকাররীর অভাবেও বাগানখানা ম্লান নিস্তেজ হয় নাই, বরং বেশ একটু বন্য হইয়া উঠিয়াছে ; কিন্তু তবুও চারিদিকের গৈরিক অনুর্বর রুক্ষ প্রকৃতির মধ্যে বাগানখানির শ্যামশোভায় চোখ জুড়াইয়া যায়।

ধাত্রী দেবতা

বাগানের মধ্যে কালীবাড়ির পাকা বারান্দায় বসিয়া কৃষ্ণদ্সবাবুর পুত্র শিবনাথ একটা ধনুকে জ্যা-রোপণ করিয়া টান দিয়া ধনুকটার সামর্থ্য পরীক্ষা করিতেছিল। অনতিদূরে মন্দিরের উঠানে তাহাদের রাখাল শম্ভু বাউরী রসিয়া নিবিষ্টচিত্তে প্রভুর মুখের দিকে চাহিয়া ছিল। প্রভু এবং ভৃত্য দুইজনেই বালক, বয়স তেরো-চৌদ্দের বেমি নয়। এক পাশে খান- দুই ছোট বাঁশের লাঠি ও কতকগুলো পাথর জমা করা রহিয়াছে । এগুলি তাহার যুদ্ধের সরঞ্জাম।

গ্রামের অপর পাড়ার ছেলেদের সহিত সে যুদ্ধ করিতে আসিয়াছে! পূজার সময় হইতেই দুই পাড়ার কিমোর রাষ্ট্রের মধ্যে অসন্তোষ এবং বিদ্বেষ পুঞ্জীভূত হইয়া উঠিতে ছিল। দুই পাড়ার প্রতিমার শ্রেষ্ঠত্ব লইয়া তর্ক হইতে এ বিরোধের সূত্রপাত। দুই পাড়ার প্রতিমাই অবশ্য একই কারিগরের গড়া, তবুও তো তাহার ভালমন্দ আছে।

এ বিষয়ে কোন মিমাংসা না হওয়ায় ওপাড়ের দাবি করিয়াছিল, তাহাদের প্রতিমা অধিক জাগ্রত। রসে বিষয়ে শিবনাথের পাড়ার পরাজয় হেইয়াছে, কারণ ওপাড়ার মানসিক বলিদান হয় বাহান্নটি আর তাহার পাড়ায় মাত্র আটটি। এ শোচনীয় পরাজয়ের হাত হইতে উদ্ধার পাইবার জন্য শিবনাথ ওপাড়ার ছেলেদের ফটিবল ম্যাচ চ্যালেঞ্জ করিয়াছিল। ম্যাচ হারিয়া ওপাড়ার ছেলেরা শিবনাথের দলের একটি মাথা ফাটিইয়া দিল।

নিচে ধাত্রী দেবতা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ধাত্রী দেবতা pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 11.9 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ তারাশঙ্কর বন্দোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site