Sunday, October 19, 2025
Homeজীবনীএতদিন কোথায় ছিলেন pdf বই ডাউনলোড

এতদিন কোথায় ছিলেন pdf বই ডাউনলোড

এতদিন কোথায় ছিলেন pdf বই ডাউনলোড । আপনার পূর্বপুরুষেরা, মুন্সিবাড়ির বিখ্যাত মুন্সিরা, কীর্তিনাশঅর পারে বিক্রমপুরের গাউপাড়ায় যাখন থাকত, তখন তারা কেবল দোর্দণ্ডপ্রতাপ কীর্তিমানই ছিল না, ছিল ভীষণ রূপবানও। তাদের রূপের ছটায় থাকতে না পেরে আকাশ থেকৈ পরীরা নেমে আসত পদ্মার চরে। আপনার পূর্বপুরুষদের একজন এমনই সুপুরুষ ছিল যে তাকে পরীরা উড়িয়ে নিয়ে যত রোজ রাতে, জোছনা-গলা বাতাস কেটে কেটে, ধানক্ষেত আর দূর্বাঢাকা ঘাটের ওপদ দিয়ে। উড়িয়ে নিয়ে গিয়ে তারা তাকে শোয়াত মেঘপালঙ্কে, তার পদসেবা করতে পেরে ধন্য হতো অসম্ভব সুরূপা সেই পরীর দল।

তারপর ভোরবেলা কুয়াশামাখা বৃক্ষের কোনো বিস্তৃত ডালে, কিংবা শিশিরধোয়া ঘাসের বিছানায় পরীরা নামিয়ে দিয়ে যেত তাকে। রাত্রিবেলা খোঁজ খোঁজ, কোথাও নেই ওই সুপুরুষ, মুন্সিটি, সকালবেলা তাকে পাওয়া গেল গাছের ডালে শোয়া, কিংবা মুখে মধুর হাসিটি নিয়ে সে ঘুমুচ্ছে তৃণশয্যায়। তার কাপড়চোপড় নতুন, শরীরে অপার্থিব পাগল করা গন্ধ আর পকেটে অজানা দেশের সোনার মোহর।

আপনার পিতামহীর কাছে এই গল্প আপনারা ঢের শুনেছেন শৈশবে। বরিশালের সর্বানন্দ ভবনে, কিংবা পুরোনো বাড়িতে বসে। খোলা আকাশের নিচে পিতামহীকে ঘিরে ধরে আপনারা সন্ধ্যাবেলা এইসব গল্প শুনতেন।

আরও দেখুনঃ
যারা ভোর এনেছিল pdf বই ডাউনলোড
জেনারেল ও নারীরা pdf বই ডাউনলোড

গল্প শুনতে শুনতে-আরও অনেক গল্প, রূপকথার, শিকারের, ভ্রমণের—ঠাকুরমার কাছে, মতির মার কাছে, শিকারি রাজমিস্ত্রি মুনিরুদ্দির কাছে, আপনি পরিবা্রাজন করতেন আকাশ ও পৃথিবীর সমস্তটা পথ, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের হাজার বছরের পথ। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর হয়ে কত যে হেঁটৈছিরেন আপনি আপনার পূর্বপুরুষের ওপর ভর করা পরীরা আপনার শান্তি কেড়ে নিয়েছল, আপনার পিঠে তারা লাগিয়ে দিয়েছিল দুটো অদৃশ্য ডানা, সেই ডানা আর কেউ দেখতে পেত না, অভিশপ্ত ওই ডানাজোড়ার কবলে পড়ে আপনি হয়ে উঠেছিলেন কবি।

সেই কবি, আকাশে কাতর আঁখি তুলে যিনি দেখবেন ঝলা পালকের ছীব, যিনি কীটের বুকের ব্যথাও অনুভব করবেন; আপনার মাথার ভেতর স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করতে থাকবে, আপনাকে ঘুরে ঘুরে কথা বলবে, আপনাকে ক্লান্ত, ক্লান্ত করে তুলবে আরও একবিপন্ন বিস্ময়; তবু আপনাকেএকিদন দু দণ্ডের জন্যেহলে শান্তি দেবে রূপকথঅর অপার্থিব নারী নয়, ইতিহাসের ব্যাবিলনের মিসরের কেউ নয়।

নিচে এতদিন কোথায় ছিলেন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

এতদিন কোথায় ছিলেন pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ জীবনী
বইয়ের সাইজঃ 5.86 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ আনিসুল হক

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site