Sunday, October 19, 2025
Homeউপন্যাসফাজিল PDF বই ডাউনলোড

ফাজিল PDF বই ডাউনলোড

ফাজিল PDF বই ডাউনলোড। মাসুদ রহমান কাজ করে সাপ্তাহিক পর্যবেক্ষণ পত্রিকায়। সহকারী সম্পাদক পদে। সে খুবিই দুর্বলচিত্তের মানুষ। সারাক্ষণ তার মনের মধ্যে কী যেন এক আশঙ্কা আর আতঙ্ক কাজ করে। নিরাপত্তাহীনতার এক অব্যাখ্যাত বোধ ঘিরে থাকে তাকে। তার মনের জোরটা কম। এ ছাড়া মাসুদের আর সবই ভালো।

সে ভালো লেখে। সাপ্তাহিক পর্যবেক্ষণ পত্রিকায় তার লেখা একটা কলাম নিয়মিত প্রকাশিত হয়। কলামটি বেশ জনপ্রিয়। হালকা-পাতলা গড়ন, কোকড়ানো চুল, মাঝারি উচ্চতা, চোখে চশমা; উজ্জল ফরসা গায়ের রং; অবিবাহিত ২৮ বছর বয়সী এই যুবক ঢাকার ইন্দিরা রোডে একটি বাড়ির চিলেকোঠার ঘরটি ভাড়া নিয়ে নিরিবিলি জীবনযাপন করে।

আরও দেখুনঃ সিতারা pdf বই ডাউনলোড

তার অধীনে কাজ করে বাবু। শামসুজ্জামান বাবু। সাপ্তাহিক পর্যবেক্ষণ পত্রিকায় বাবুর পদের নাম প্রতিবেদক। ইংরেজীতে রিপোর্টার। বাবুর চেহারার মধ্যে একটা নিষ্পাপ ভাব আছে। গোলগাল মুখ। জোড়া ভুরু। উচ্চতার দিক থেকে তাকে ছোটখাটোই বলতে হবে। বেঁটে মানুষরা বুদ্ধিমান হয়। বাবুও বলা য়ায়, বুদ্ধি বিক্রি করে খায়।

পত্রিকা অফিসে সহকারী সম্পাদক ও সহ-সম্পাদকদের কাজকে বলা হয় ডেস্কের কাজ। অন্যদিকে রিপোর্টারদের কাজ হাটে-মাঠে-ঘাটে। এই দুই দলের মধ্যে তাই বাহাস লেগেই থাকে। সাব-এডিটররা ঘরে বসে থেকে রিপোর্টারদের লেখা কাটছাঁট করে। শিরোনাম বদল করে। লেখা বড় করে ছাপা হবে, নাকি ছোট করে, রঙিন নাকি সাদাকালো, এইসব সিদ্ধান্ত নেয়।

আরও দেখুনঃ মোতালেব সাহেবের টাইম মেশিন

কাজেই ঐতিহাসিকভাবেই, এবং পৃথিবীব্যাপিই প্রতিবেদকদের সঙ্গে সহ-সম্পাদকদের সম্পর্কটা দা-কুমড়ার মতো। বা আদায়-কাঁচকলায়।

মাসুদের সঙ্গে বাবুর সম্পর্কটাও অনেকটা সে রকম। ছোট পত্রিকা। স্টাফ বেশী নয়। এই দুইজনের মধ্যেই দ্বন্ধটা স্পষ্ট। এই দুইজন আবার দুইজনের কাজের ব্যাপারে নির্ভরশীল। পরস্পরকে তারা শ্রদ্ধাও করে। আবার পরস্পরকে এক হাত দেখে নেওয়ার জন্য তর্কে তর্কে থাকে।

নিচে ফাজিল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

ফাজিল PDF বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 5.63 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ আনিসুল হক

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site