নক্ষত্রের রাত pdf বই ডাউনলোড । দেয়ালে অদ্ভুত আকৃতির একটি জার্মানি ঘড়ি। অন্ধকারে এর ডায়াল থেকে সবুজ আলো বের হয়। হঠাৎ ঘুম ভেঙে দেয়ালের দিকে তাকালে মনে হয়া ট্রাফিক সিগন্যাল। খাটটাকে মনে হয় একটা গাড়ি। সবুজ আলো পেয়ে চলতে শুরু করবে।
আজও সে রকম হল। পাশার কয়েক সেকেণ্ড সময় লাগল নিজেকে ধাতস্থ করতে। ভুতুড়ে ঘড়িটা সরিয়ে ফেলা দরকার- এই রকম ভাবতে ভাবতে সে দ্বিতীয়বার তাকাল।
দুটা দশ বাজে।
এত রাতে হঠাৎ ঘুম ভাঙল কেন? ঘুম ভাঙার কোনই কারণ নেই। সে কোন দুঃস্বপ্ন দেখেনি। কোথাও কোন শব্দ হচ্ছে না। রান্নাঘর থেকে গ্যাস লিক করছে না। হিটিং ঠিকমত কাজ করছে। ঘরের ভেতর আরামদায়ক উষ্ণতা। ঘুম ভাঙার কোনোই কারণ নেই। কিন্তু এই পৃথিবীতে কার্যকারণ ছাড়া কিছুই হয় না। নিউটনের ক্ল্যাসিক্যাল মেকানিক্স তাই বলে। কাজেই কারণ কিছু-একটা নিশ্চয়ই আছে। থাকতে হবে।
পাশা বিছানা ছেড়ে ওঠে পড়ল। বাথরুমে ঢুকে চোখে-মুখে পানি ছিটাল। ফ্রীজ থেকে ঠাণ্ডা পানির বোতল বের করল। সে এখন একটি সিগারেট ধরাবে এবং বরফ শীতল এক গ্লাস পানি খাবে। হঠাৎ ঘুম ভাঙলে এই তার রুটিন।
আরও দেখুনঃ নন্দিত নরকে pdf বই ডাউনলোড দ্য স্পাই pdf বই ডাউনলোড
পানিতে অষুধ অষুধ গন্ধ। এরা কি ইদানীং বেশি কের ক্লোরিন দিচ্ছে? নাকি তার স্নায়ু নষ্ট হয়ে যেতে শুরু করেছে?
যাদের স্নায়ু নষ্ট হয়ৈ যেতে শুরু করে তাদের এরকম হয়। সব কিছুতেই অদ্ভুত কোন গন্ধ পায়। শুরুর দিকে ফরিদের এরকম হত। যাই মুখে দিত ঞু করে ফেলে দিয়ে বলত— লাশের গন্ধ আসছে। সবাই ভাবত বোধহয় ঠাট্টা করছে। পাশা একদিন দামী সেণ্টের বোতল খুলে বলছে, দেখ তো এর মধ্যে অদ্ভুত কোন গন্ধ পাস কি–না? ফরিদ বাধ্য ছেলের মত গন্ধ শুঁকে ঠাণ্ডা গলায় বলছে —পচা বটপাতা গন্ধ। খুব হালকা—তবে আছে।
পাশা বিরক্ত হয়ে বলল— তুই যা শুঁকছিস তার নাম ইভিনিং ইন প্যারিস। ছাগলের মত কথা বলছিস কেন? ফরিদ খুবই অবাক হওয়া চোখে তাকিয়ে রইল।
কার্যকারণ ছাড়া কিছুই হয় না। কিন্তু ফরিদের সমস্ত ইন্দ্রীয় কোনরকম কার্যকারণ ছাড়াই অত্যান্ত তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। ক্ল্যাসিক্যাল মেকানিক্স সম্ভবত জড় পদার্থের জন্যে, মানুষের জন্যে নয়।
নিচে নক্ষত্রের রাত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.03 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন