হাকলবেরি ফিন এর দুঃসাহসিক অভিযান pdf বই । হাকলবেরি ফিন এর দুঃসাহসিক অভিযান বইয়ে তোমরা যাদের মুখোমুখি হবে।
হাকঃ পুরো নাম হাকলবেরি ফিন। বন্ধু টম-এর সাথে দুঃসাহসী অভিযানে বেরিয়ে পড়া এক দুরন্ত কিশোর। ভদ্রজীবন তার মোটেই ভাল লাগে না।
জিমঃ মিস ওয়াটসনের ক্রীতদাস। বিক্রি করে দেয়া হবে জানতে পেরে পালিয়ে যায় জিম।
প্যাপঃ হাক-এর বাবা। শহরের কুখ্যাত মাতাল। হাকের সব টাকা সে কেড়ে নেয়।
উইডো ডগলাসঃ দয়ালু এক মহিা্ হাককে ভদ্রজীবনে ফিরিয়ে আনার জন্যে ভদ্র মহিলার চেষ্টার শেষ নেই।
রাজাঃ নিম্ন প্রকৃতির এক ভন্ড। নিজেকে সপ্তদশ লুই বলে দাবি করে। প্রতারণার হাজার কৌশল তার জানা।
ডিউকঃ আরেক ভন্ড যুবক। রাজার সাথে হাত মিলিয়ে মানুষ ঠকায়। নিজেকে ডিউক পরিবারের লোক বলে দাবি করে।
মি. ফেল্পস্ঃ গ্রামের একজন কৃষক। পুরস্কারের আশায় জিমকে ভেলার উপর থেকে ধরে এনে নিজের খামার বাড়িতে আটকে রাখে।
ডাক্তার রবিনসনঃ পিটার উইল্কস্ এর বন্ধু। রাজা আর ডিউককে মিথ্যে পরিচয় দানকারী হিসেবে চ্যালেঞ্জ করে বসে।
মেরি জেনঃ পিটার উইল্কস্ এর ভাইয়ের মেয়ে। ওরা তিন বোন।
স্যালি খালাঃ টম সয়ারের খালা। এই খালাই জিমকে আটকে রাখা কৃষক ফেল্পস্-এর স্ত্রী।
হাক এর ঘনিষ্ঠ বন্ধু। নানারকম অভিযানের অদ্ভুত সব পরিকল্পনা তার মাথায় ঘুরে বেড়ায়।
আরও দেখুনঃ দ্য অ্যালকেমিস্টস সিক্রেট pdf বই ডাউনলোড নীল অপরাজিতা pdf বই ডাউনলোড
তোমরা তো মার্ক টোয়েনের টম সয়ারের দুঃসাহসিক অভিযান গল্পে আমার কথা আগেই শুনেছেছা। আমার নাম হাকলবেরি ফিন। মিসৌরির ছোট্ট শহর পিটার্সবার্গে সেই ছোটোবেলো থেকেই বেড়ে উঠেছি। বাবা শহরের একজন কুখ্যাত মাতাল। আমার জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে মিসিসিপি নদীতে মাছ ধরে, ফুটপাতে ঘুমিয়ে আর বন্ধু টম সয়ারের সাথে নানা দুঃসাহসিক অভিযানে।
গুপ্তধনের সন্ধান পাবার আগে টম আর আমার জীবনটা পানসে হয়ে গিয়েছিল। আমরা ১২ হাজার ডলারের স্বর্ণমুদ্রা পেয়েছিলাম। আর ওটা ছিল ডাকাত দলেন মাটির নিচে পুতে রাখা সম্পদ।
জজ সাহেব এগুলোর উপর আমাদের মালিকানা দিয়েছিলেন। টম আর আমার ভাগে পড়েছিল ছয় হাজার ডলার করে। তিনি আমাদের নামে টাকাগুলো ব্যাংকে রেখে দেন।
নিচে হাকলবেরি ফিন এর দুঃসাহসিক অভিযান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ পাঞ্জেরী পাবলিকেশন বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 3.99 MB প্রকাশ সালঃ 2004 ইং বইয়ের লেখকঃ মার্ক টোয়েন অনুবাদঃ মাইনুল ইসলাম
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


