Saturday, October 18, 2025
Homeএডভেঞ্চাররবিনসন ক্রুসো pdf বই ডাউনলোড

রবিনসন ক্রুসো pdf বই ডাউনলোড

রবিনসন ক্রুসো pdf বই ডাউনলোড । একটি দ্বীপ, একজন মানুষ আর একরাশ গাছপালা পশুপাখী, চারধারে শুধু জল আর জল। ভাগ্যাহত সেই মানুষটির নাম রবিনসন ক্রুসো। কথা বলার কোন মানুষ নেই, নেই কোন সখী কি সাথী। শুধু কাকাতুয়া একটি, তার নাম পোল, সে ঘোরে ফেরে আর ডেকে বেড়ায় – রবিন ক্রুসো, রবিন ক্রুসো, তুমি কোথায়..।

আটাশ বছর এই বিজন দ্বীপে বলতে গেলে একাকী কাটে মানুষটির। শেষের ক’বছর ফ্রাইডেকে পায় সাথী হিসেবে। সে চমকদার ঘটনা। নরখাদক বর্বরদের হাত থেকে তাকে রক্ষা করার আশ্চর্য লোমহর্ষক সেই কাহিনী। আরো আশ্চর্য, দ্বীপ থেকে সভ্যজগতে ফিরে আসার ঘটনা। তারপর নতুন আরেক যাত্রা। অরণ্য। নেকড়ে। হাজার হাজার। ভয়াল ভয়ার্ত তাদের ডাক। তাদের থেকে আত্মরক্ষা – পাতায় পাাতয় বিস্ময়ের চমক।

আর সেই দ্বীপ? সেখানে গড়ে উঠেছে এখন নতুন জনপদ। তারও বিচিত্র কাহিনী নিয়ে ড্যানিয়েল ডিফোর এই বিস্ময়কর চিরন্তন ক্লাসিক।

১৬৩২ সালে ইয়র্কের এক বনেদী পরিবারে আমার জন্ম। এর মানে কিন্তু এইনয় আমরা বরাবরকার ইয়র্কেরই বাসিন্দা। আমার বাবা আগে থাকতেন ব্রিটেনে। সেখান থেকে হুল-এ এসে সাময়িক আস্তানা গড়েন। ব্যবসা করতেন তখন। তাঁর থেকেই বিস্তুর জমিজমা, অঢেল পয়সা। হঠাৎ কী খেয়াল হল – সব ছেড়েছুড়ে চলে এলেন ইয়র্কে। থিতু হলেন। বিয়ে করলেন।

আরও দেখুনঃ
মাইন্ড রিডার pdf বই ডাউনলোড
পরীক্ষায় ভালো করার কৌশল pdf বই ডাউনলোড

রবিনসন আমার মায়ের বংশের পদবী। আমার মামাদেরও খুব নাম ডাক। তারা অবিশ্যি গাঁয়েই থাকেন। তো মায়ের পদবীর সঙ্গে আমাদেরটা মিলিয়ে আমার নাম হল রবিনসন ক্রুৎজেনার। সে বড় খটোমেটো উচ্চারণ। ভাঙতে ভাঙতে লোকের মুখরতায় হল গিয়ে ক্রুসো। মোটামুটি পছন্দসই। উচ্চারণেও সুবিধে। আমারা এখন ক্রুসোই লিখি। সবাই বলিও ক্রুসো। আমার বন্ধুরা আমাকে ঐ নামেই ডাকে।

আমার ওপরে দুই দাদা। তাদের মধ্যে একজন ফ্রান্ডসে ইংরেজ পদাতিক বাহিনীর কর্ণেল। সেনাপতি তখন সেই বিখ্যাত লকহাট স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ডানকার্কের কাছে কোন এক স্থানে সে মরে যায়। এ হল সবার বড়। মেজ ভাইয়ের খবর আমি কিছু জানি না। জানি না বলাই ভালো। ঠিক যেমন আমার বাবা মা জানেন-না আমার খবর।

নিচে রবিনসন ক্রুসো pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

রবিনসন ক্রুসো pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ এডভেঞ্চার
বইয়ের সাইজঃ 30.3 MB 
প্রকাশ সালঃ ইং 
বইয়ের লেখকঃ ড্যানিয়েল ডিফো
অনুবাদকঃ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site