Sunday, October 19, 2025
Homeউপন্যাসএপিটাফ pdf বই ডাউনলোড

এপিটাফ pdf বই ডাউনলোড

এপিটাফ pdf বই ডাউনলোড । কাল রাতে আমার খুব ভাল ঘুম হয়েছে। ঘুমের মধ্যে কোন দুঃস্বপ্ন দেখিনি। শুধু সারাক্ষণই কেমন যেন শীত শীত করছিল, একটা হিম হাওয়া শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছিল। মাঝে মাঝেই অস্পষ্টভাবে মনে হচ্ছিল—কেউ যদি গায়ে একটা পাতলা কাপড় টেনে দিত। আবার মনে হচ্ছিল, গায়ে চাদর না থাকাই ভালো। চাদর থাকা মানেই হিম হিম ভাব নষ্ট হয়ে যাওয়া।

সকালে ঘুম ভাঙার পর দেখি গায়ে চাদর আছে। গলা পর্যন্ত টেনে দেয়া পাতলা সুতির চাদর। ঘুমুতে যাবার সময় আমার বিছানায় কোন চাদর ছিল না। এই কাজটা নিশ্চয়ই মা করেছেন। মা’র ঘর আর আমার ঘরের মাঝখানে একটা লম্বা দরজা আছে। আগে দরজা বন্ধ থাকতো কিংবা ভেজানো থাকতো। এখন খোলা থাকে। এক মাস আগেও দরজায় সাদার ওপর সবুজ প্রিন্টের একটা পর্দা ঝুলতো। এখন সেই পর্দাও মা সরিয়ে ফেলেছেন।

এটা করা হয়েছে যাতে তাঁর খাটে শুয়ে মা আমাকে দেখতে পারেন। মাঝে মাঝে গভীর ঘুম ভেঙে গেলি দেখি—মা এক দৃষ্টিতে আমার দেকে তাকিয়ে আছেন। এটা আমার অপছন্দ, খুব বেশিরকম অপছন্দ। কেন মা গভীর রাতে আমার দিকে তাকিয়ে থাকবেন? আমার বয়স এখন তেরো। এই বয়সের মেয়েরা তাদের অপছন্দের কথা কঠিন গলায় বলতে পারে। আমিও পারি, কিন্তু বলি না। আমার বলতে ইচ্ছা করে না।

আরও দেখুনঃ
দ্বৈরথ pdf বই ডাউনলোড
দেখা না দেখা pdf বই ডাউনলোড

আমি মেয়েটা আসলে কেমন তা আমার মা জানেন না। আমার বাবাও জানেন না। আমি সারাক্ষণ ভান করি, কেউ তা ধরতে পারে না। মাঝে মাঝে আমি নিজেও ধরতে পারি না। নিজের ভানগুলি আমার নিজের কাছেই এক সময় সত্যি বলে মনে হয়। তখন নিজেরেই খুব আশ্চর্য লাগে।

ভোর বেলা মা আমার ঘরে ঢুকে প্রথম যে বাক্যটি বলে তা হচ্ছে—কি রে নাতাশা, আজ শরীরটা কেমন? আমি মুখ টিপে হাসি, যে হাসি অর্থ শরীর খুব ভালো। এবং আমি মা’র মুখ থেকে দিনের শুরুর প্রথম বাক্যটি শুনে আনন্দে আত্মহারা হয়েছি। আসলে পুরোটাই ভান। আমার শরীর মোটেই ভালো না। এবং আমি দিনের প্রথম বাক্যটি শুনে রাগ করেছি কারণ নাতাশা আমার নাম না।

নিচে এপিটাফ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

এপিটাফ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 7.68 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন
RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site