শিক্ষায় মনোবিদ্যা pdf বই ডাউনলোড । বিজ্ঞান হিসাবে মনোবিদ্যা সুপ্রতিষ্ঠিত হইবার পর উহার যে সকল শাখা যেথষ্ঠ উন্নতি লাভ করিয়াছে, তাহাদের অন্যতম হইল শিক্ষা মনোবিদ্যা । পাশ্চাত্য দেশসমূহে শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে বহু গবেষণা পরিচালিত হইতেছে এবং বহু মূল্যবান গ্রন্থও প্রকাশিত হইতেছে।
কিন্তু বালা ভাষায় আধুনিক গবেষণা ও আলোচনার ভিত্তিতে রচিত গ্রন্থের অভাব। এই কারণ যে সকল ছাত্র-ছাত্রী বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা-মনোবিদ্যা অধ্যয়ন করিতে চাহে। তাহারা বিশেষ অসুবিধার সম্মুখীন হয়।
প্রধানতঃ তাহাদের এই অসুবিধা দুর করিবার জন্ম বর্তমান গ্রন্থ রচনায় প্রয়াসী হইয়াছি। এই গ্রন্থ পাঠে ত্রৈবার্ষিক স্নাতক B.A শ্রেণীর শিক্ষাবিদ্যা অধ্যয়নকারী এবং শিক্ষণ-শিক্ষা B.T শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উপকৃত হইবে বলিয়া আমি বিশ্বাস করি। সাধারণ পাঠক-পাঠিকারাও ইহার মধ্যে চিন্তা ও আলোচনার বিষয়বস্তু পাইবেন।
বিগত ১৯৬১ সালে সাধারণ মনোবিজ্ঞান সম্বন্ধে ‘মনোবিদ্যা’ নামক আমার এক গ্রন্থ প্রথম প্রকাশিত হয় এবং অতি অল্প দিনেই উহার শিক্ষক ও ছাত্র সমাজে সমাদর লাভ করে। বর্তমান গ্রন্থটি আমার ঐ গ্রন্থের ভিত্তিতে রচিত – উহা হইতে প্রয়োজন অনুসারে কিচু কিছু অংশ গৃহীত হইয়াছে। এবং কোন কোন স্থানে গৃহিত অংশের পরিবর্তনও সাধিত হইয়াছে; কিন্তু তাই বলিয়া বর্তমানে গ্রন্থটি পুরাতনের রূপান্তর নহে। ইহাতে বহু নূতন তথ্য ও চিত্র সন্নিবেশিত হইয়াছে। সুতরাং বর্তমান গ্রন্থটিকে একটি স্বয়ং-সম্পূর্ণ পৃথক গ্রন্থ বলা যায়।
আরও দেখুনঃ ডেভিড কপারফিল্ড pdf বই ডাউনলোড সেপিয়েন্স pdf বই ডাউনলোড
বর্তমান গ্রন্থে আমি শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে প্রচলিত মতবাদ ও পরীক্ষণ-লব্ধ তথ্য যথাসম্ভব একদেশদর্শিতা পরিহার করিয়া নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী অবলম্বন করিয়াছি। পাদটীকায় ইংরাজী ভাষায় রচিত বিভিন্ন গ্রন্থ হইতে উদ্ধৃতি দিয়াছি।
ইহার ফলে উৎসাহী ছাত্র-ছাত্ররা ইংরাজী ভাষার বিভিন্ন প্রামাণ্য গ্রন্থের সহিত পরিচয় লাভের সুযোগ পাইবে। এখনও পর্যন্ত মনোবিদ্যার ক্ষেত্রে একটি বিশেষ মতবাদ পূর্ণ প্রাধান্য লাভ করে নাই – এই কারণ আধুনিক মনোবিদগণের বিভিন্ন সম্প্রদায়ের মতবৈশিষ্ট্য সম্বন্ধে অবগতি প্রয়োজন।
এই সকল মতবাদ সংক্ষেপে প্রথম পরিশিষ্টে আলোচিত হইয়াছে – ইহা পাঠে আধুনিক মনোবিদ্যার বিভিন্ন দৃষ্টিভঙ্গী বুছিবার সুবিধা হইবে। পাঠ শেষে আলোচনার সুবিধার্থে দ্বিতীয় পরিশিষ্টে প্রশ্ন তালিকা প্রদত্ত হইয়াছে। পূর্বেই বলিয়াছি যে, ত্রৈবার্ষিক স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষণ-শিক্ষা পরীক্ষা।
নিচে শিক্ষায় মনোবিদ্যা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মর্ডান বুক এজেন্সী বইয়ের ধরণঃ আত্মউন্নয়নমূলক বই বইয়ের সাইজঃ 43.8 MB প্রকাশ সালঃ 1960 ইং বইয়ের লেখকঃ ড. প্রীতিভূষণ চট্টোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন