Friday, October 17, 2025
Homeবিজ্ঞানবিজ্ঞান এনসাইক্লোপীডিয়া pdf বই ডাউনলোড

বিজ্ঞান এনসাইক্লোপীডিয়া pdf বই ডাউনলোড

বিজ্ঞান এনসাইক্লোপীডিয়া pdf বই ডাউনলোড । সৃষ্টির শুরু থেকে বর্তমান সভ্যতার যে ধারাবাহিক বিবর্তন ঘটেছে– তার মূলে রয়েছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের কল্যাণেই গুহাবাসী মানুষ আজ সভ্যতা ও উন্নয়নের মাপকাঠিতে সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃত।

আমরা যারা আজ আধুনিক সভ্যতায় বসবাস করছি– তারা সকলেই প্রতি মুহূর্তে উপলব্ধি করছি– সভ্যতা আর বিজ্ঞান একে অপরের সাথে একীভূত হয়ে আছে। বিজ্ঞান ছাড়া এই সভ্যতা অচল। বিজ্ঞান বহির্ভূত সভ্যতা মানে আদিম যুগের অন্ধকার গুহায় ফিরে যাওয়া। বিজ্ঞান আর প্রযুক্তি আমাদের জীবন-যাপন প্রণালীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে বিজ্ঞান যেন আমাদের জীবনের অন্যতম ও অপরিহার্য অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

আমরা যদি আমাদের চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুগুলোর দিকে একবার দৃ্ষ্টি নিক্ষেপ করি— তাহলেই বুঝতে পারবো– বিজ্ঞানের সাথে এগুলোর প্রতিটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। মাটি থেকে আকাশ, কিংবা আমাদের চারপাশের চলমান প্রাত্যহিক জীবনযাপন প্রণালী সকল কিছুতেই বিজ্ঞানের রয়েছে বিজ্ঞানের স্পর্শ। সত্যিকার অর্থে, বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তির ওপর আমার তথা বর্তমান আধুনিক সভ্যতা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি।

দিন বদলের পালায় বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি যত বেশি বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি তত বেশি আমাদের সাধারণ মনে জাগছে বিভিন্ন কৌতুহলসমৃদ্ধ প্রশ্নাবলী। এসব প্রশ্নের কিছু উত্তর হয়তো আমাদের জানা তবে বেশিরভাগ প্রশ্নের উত্তরই আমাদের অজানা।

আরও দেখুনঃ
মোজেস ও একেশ্বরবাদ pdf বই ডাউনলোড
বিজ্ঞান রান্নাঘরে জাদুঘরে pdf বই ডাউনলোড

এই অজানা প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের সকলের মনেই দৃশ্যমান বা অদৃশ্য এক ধরনের চাহিদা অনুভব বরি আমরা প্রতিনিয়ত। কিন্তু এই চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত উত্তর সহ তেমন কোন বই বাজারে পাওয়া যায় নি। যেগুলো পাওয়া যায়- তার মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের অশুদ্ধ তথ্যাবলি। যেগুলো আমাদের জ্ঞানের ভান্ডারকে আরও পর্যদুস্ত করতে পারে।

আমাদের চারপাশের বিজ্ঞান জগত এবং বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ধরনের কৌতুহলী প্রশ্ন ও উত্তর সমৃদ্ধ বিষয়াবলী নিয়ে এই “ বিজ্ঞান এনসাইক্লোপীডিয়া “ নামক বইটি রচনা করা হয়েছে। বইটিকে মোট নয়টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে বইতে যেসব প্রশ্ন এবং উত্তর রয়েছে – সেগুলোকে সংক্ষিপ্ত আকারে তুলে এনে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। 

নিচে বিজ্ঞান এনসাইক্লোপীডিয়া pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

বিজ্ঞান এনসাইক্লোপীডিয়া pdf বই ডাউনলোড

প্রকাশকঃ নওরোজ সাহিত্য সংসদ
বইয়ের ধরণঃ বিজ্ঞান
বইয়ের সাইজঃ 7.61 MB
প্রকাশ সালঃ 2008 ইং
বইয়ের লেখকঃ মোঃ আবুল হাসান


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site