সম্রাট pdf বই ডাউনলোড । জুলিয়াস নিশো একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন। যেন তিনি বিশাল একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে। ফাঁকা মাঠ। চারদিকে ধু-ধু করছে। প্রচণ্ড শীত। হিমেল বাতাস বইছে। তিনি কিছুই বুঝতে পারছেন না, খুব অবাক হচ্ছেন। তিনি কোথায় এসে পড়লেন? হঠাৎ দূরে ঝনঝন করে শব্দ হলো। তিনি শব্দ লক্ষ্য করে এগুচ্ছেন। তাঁর একটপু ভয় ভয় করছে। তিনি বেশ ক’বার বললেন–কে ওখানে? কেউ সাড়া দিলোন , তবে একজন কেউ করে হেসে উঠলো।
: কে ওখানে?
: সম্রাট নিশো, আপনি এই নগরীতে কি করছেন?
: তুমি কে?
: আমি কেউ না। আমি আপনার একজন বন্ধু।
: তোমাকে দেখতে পাচ্ছি না কেন?
: দেখতে পাচ্ছেন না, কারণ আপনার চোখ বাঁধা।
নিশো লক্ষ্য করলেন, তাই তো, তাঁর চোখ বাঁধা। তাখন তাঁর মনে হলো এটা স্বপ্ন। এটা সত্যি নয়।
: সম্রাট জুলিয়াস নিশো!
: বলো।
: আপনি পালিয়ে যান। এক্ষুনি আপনাকে হত্যা করা হবে। ঘাতকরা আসছে। তাদের পায়ের শব্দ কি আপনি পাচ্ছেন না?
: পাচ্ছি।
: তাহলে পালাচ্ছেন না কেন?
জুলিয়াস নিশো পালানোর চেষ্টা করলেন। পারলেন না–তাঁর পা লোহার শিকলে বাঁধা। পালাবার কোনো পথ নেই। জুলিয়াস নিশো স্বপ্নের মধ্যেই চেঁচিয়ে উঠলেন–আমার পায়ের শিকল কেটে দাও। দয়া করে আমার পায়ের শিকল কেটে দাও। তাঁর ঘুম ভেঙে গেলো। ঘড়ি দেখলেন—রাত দুটো দশ। চারদিকে গভীর নিশুতি। ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই।
আরও দেখুনঃ পিপীলিকা pdf বই ডাউনলোড শূন্য pdf বই ডাউনলোড
ঘামের তাঁর শরীর ভিজে গেছে। তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ। স্বপ্নের ঘোর তাঁর এখনো কাটে নি। এরকম ভয়াবহ একটি স্বপ্ন হঠাৎ করে কেন দেখলেন? কি কারণ থাকতে পারে? তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন-আমার মন বিক্ষিপ্ত এবং খুব সম্ভব আমি কোনো কারণে অসহায় বোধ করছি। সেই কারণেই আমার অবচেতন মন এরকম একটা ভয়াবহ স্বপ্ন আমাকে দেখিয়েছে।
তিনি বিছানা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ালেন। পানি খাওয়া দরকার । পানির তৃষ্ণা হচ্ছে। অথচ জানালার পাশ থেকে সরে আসতে ইচ্ছে করছে না।
নিচে সম্রাট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 10.9 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন