Friday, October 17, 2025
Homeপড়াশুনানিমেষে অঙ্ক pdf বই ডাউনলোড

নিমেষে অঙ্ক pdf বই ডাউনলোড

নিমেষে অঙ্ক pdf বই ডাউনলোড । নিমেষে অংক বই চঞ্চল ঘোষ লিখেছেন । 1ম খ্রিষ্টাব্দে 1লা জানুয়ারী ছিল সোমবার।

1. সাধারণ বছর (Ordinary year) = 365 দিন।
2. অধিবর্ষ বা লীপ ইয়ার (Leap Year) = 366 দিন।
3. সাধারণ বছরে odd day = 1টি।
4. লীপ ইয়ার এ odd day = 2টি।
5. 100 বছরে 76টি সাধারণ বছর এবং ২৪টি লীপ ইয়ার।
6. 100 বছরে odd day = 5টি।
7. 200 বছরে odd day = (5*2)=(10-7)=3টি।
8. 300 বছরে odd day = (5*3=(15-7*2)=1টি।
9. 400, 800, 1200, 1600, 2000 অর্থাৎ (4000- এর গুণিতক বছরে ) odd day = 0টি।

আরও দেখুনঃ
গণিতশাস্ত্রের ইতিহাস pdf
অংকের ধাঁধা pdf

10. সাল (বছর)কে 4 দ্বারা ভাগে মিললে লীপ ইয়ার বা অধিবর্ষ হয়।
11. সালের শেষে একাধিক শূণ্য থাকলে 400 দ্বারা ভাগে মিললে তবেই লীপ-ইয়ার বা অধিবর্ষ হয়।
যেমনঃ 1900 সাল অধিবর্ষ নয়। কারণ 1900 কে 400 দ্বারা ভাগ করলে মিলবে না। আবার, 1900 এর ডানদিকে একাধিক শূণ্য থাকায় 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম প্রযোজ্য নয়।

নিমেষে অংক চঞ্চল ঘোষ

12. লীপ ইয়ার নয় এমন বছরে অর্থাৎ সাধারণ বছরের 1st জানুয়ারী যে বার হবে 31 ডিসেম্বর সেই বার হবে। অর্থাৎ পরের বছর 1st জানুয়ারী ঠিক তারপরের দিন হবে।
13. লীপ-ইয়ার বছরের 1st জানুয়ারী যে বার হবে 31st ডিসেম্বর ঠিক তার পর দিন হবে। অর্থাৎ পরের বছর 1st জানুয়ারী ঠিক তরা একদিন পরে হবে।
14. সাধারণ বছরের 1st জানুয়ারী যে বার থাকে, সেই বার (day) 53টি এবং অন্যান্য বারগুলি 52টি করে থাকে।

15. লীপ ইয়ার বছরের 1st ও 2nd জানুয়ারী যে দুটি বার থাকে, সেই দুটি বার (day) 53টি এবং অন্যান্য বার 52টি করে থাকে।
16. অধিবর্ষ নয় এমন বছরগুলি একই দিনে বা বারে মাস শুরু হয় – a) জানুয়ারী, অক্টোবর; b) ফেব্রুয়ারী, মার্চ, নভেম্বর; c) এপ্রিল ও জুলাই।
17. অধিবর্ষ হলে একই দিনে মাস শুরু হয় – a) জানুয়ারী, এপ্রিল, জুলাই; b) ফেব্রুয়ারী,আগষ্ট; c) মার্চ ও নভেম্বর
18. একটি নির্দিষ্ট তারিখের বার উল্লেখ করে অপর একটি তারিখের দিনটি কি বার জানতে চাওয়া হলেঃ

প্রথমে দুটি তারিখের দিন পার্থক্যকে 7 দ্বারা ভাগ করতে হবে। ভাগে মিলে গেলে দুটি তারিখের দিন একই বার হবে। কিন্তু ভাগে না মিলে অবশিষ্ট থাকলে – পরবর্তী সময়ের ক্ষেত্রে প্রদত্ত বারে সঙ্গে অবশিষ্ট দিন যোগ এবং

নিচে নিমেষে অঙ্ক pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

নিমেষে অঙ্ক pdf বই ডাউনলোড

প্রকাশকঃ ইউনিভার্সাল বুক সেন্টার
বইয়ের ধরণঃ পড়াশুনা
বইয়ের সাইজঃ 29.9 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ চঞ্চল ঘোষ


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site